শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে কুপ্রস্তাব দিয়ে গ্রেপ্তার হলেন বাংলাদেশের যুবক
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কেউ প্রস্তাব দিতেন সেই সাথে বিভিন্ন ধরণের আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন খুলনার ৩৩ বছর বয়স্ক মাহাবুবর রহমান। ইতিমধ্যে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে তোলা হলে আদালত তার একদিনের জন্য পুলিশি রিমান্ডে থাকার নির্দেশ দিয়েছে। পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছেন শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন মাহাবুবর রহমান। নায়িকা অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে এসএমএস দিতেন মাহাবুব।
আর সেই বিষয়টি নিয়ে খুব রেগে যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তারপর শ্রাবন্তী ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে বিচার করার জন্য অনুরোধ জানান। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বাংলাদেশের খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয় ১৬ নভেম্বর।
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। বর্তমানে সে থানায় বন্দি আছেন। তার বিরুধ্যে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।