বিনোদন

চার মাস ধরে বলিউড নায়িকা আলিয়ার একটি লেহেঙ্গা তৈরি করেছেন ৩৫ জন!

আলিয়া ভাট দীপাবলিতে এবার করতে চেয়েছিলেন একটু অন্যরকম কিছু। আর সেই কারণেই আলোর উৎসব দীপাবলিতে অন্যরকমের লেহেঙ্গা পরে চমকে দিয়েছেন সকলকে। আলিয়া ভাট এবারের দীপাবলিতে পড়েছিলেন একটি গোলাপি রঙের লেহেঙ্গা। যে লেহেঙ্গা তৈরির করেন ১৩ জন কারিগর।

শুধু এখানেই শেষ নয় এই লেহেঙ্গা তৈরিতে ১৩ জন কারিগরকে সাহায্য করেন ৩৫ জন পড়ুয়া। যেখানে তারা সাহায্য করেন আলিয়ার লেহেঙ্গায় গাছ, পাতা, ফুল, পাখি, পশু সব ফেব্রিক দিয়ে আঁকতে। সেই সাথে ওড়নায় লিখে দেওয়া হয়েছে ‘রাজি’ সিনেমার একটি জনপ্রিয় গান ‘অ্যা ওয়াতন’। জানা গেছে আলিয়ার এই বিশেষ লেহেঙ্গা তৈরী করতে কারিগরদের সময় লেগেছে ৪ মাস।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই পোশাক পরে জানিয়েছেন যে এই লেহেঙ্গার সাথে জড়িয়ে রয়েছে অনেক মানুষের ভালোবাসা। তাই এবারের দীপাবলির পোশাক তার কাছে বিশেষ এক অন্যরকম অনুভূতির হয়ে উঠেছে।

বলিউডে এবার দীপাবলির মওসুমেও করোনা পরিস্থিতির কারণে হয় প্রোফাইল পার্টির আয়োজন করা হয়নি। আর সেই কারণে দীপাবলির সময়েও নিজের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন আলিয়া। বর্তমানে আলিয়া ব্যস্ত আছেন পরিচালক আয়ান মুখার্জির নতুন সিনেমা ব্রক্ষ্মাস্ত্রের শুটিং নিয়ে। এছাড়াও আলিয়া এখন ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বানশালির ‘গাঙ্গু বাই কাথিয়াওয়ারী’ শুটিং নিয়েও।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)

Back to top button