ছোট পর্দার পর এবার বড় পর্দাতেও নেতাজি রূপে ফিরছেন অভিষেক বসু
ছোটপর্দার অভিনেতা অভিষেক বসু নেতাজি চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। আর তিনি ওই সিরিয়ালে নিজেকে এতটাই সাবলীল ভাবে তুলে ধরেছিলেন যে অনেকেই মনে করছিলেন স্বয়ং নেতাজি যেন উঠে এসেছেন ছোট পর্দায়। কিন্তু করোনা পরিস্থিতে বন্ধ হয়ে যায় এই সিরিয়ালের শুটিং। তারপর আবার শুরু হলেও কয়েকটি এপিসোড পরেই শেষ হয়ে যায় সম্প্রচার এই জনপ্রিয় সিরিয়ালটির। খানিকটা তাড়াহুড়ো করে সম্পূর্ণ জীবনী না দেখিয়েই বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিকটি।
আর তারপর নেতাজি চরিত্রে অভিনয় করা মূল অভিনেতা অভিষেক বসুর মনে থেকে যায় আক্ষেপ আর সেই সাথে হতাশ হয় দর্শকরা তাদের প্রিয় নেতাজি কে আর ছোট পর্দায় না দেখতে পেয়ে। নেতাজি সুভাষ চান্দ্রা বসুর চরিত্রটি এতটাই বলিষ্ঠ ও আকর্ষণীয় যে দর্শকদের মনে তার উপস্থিতি সবসময় বিরাজমান।
তবে এবার সকলের জন্য কিছুটা হলেও এলো সুখবর পরিচালক শুভ্রজিৎ মিত্রের আগামী ছবি ‘মায়ামৃগয়া’তে ফের নেতাজির চরিত্র থাকছে।আর এই সিনেমায় নেতাজির চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার নেতাজি বলে পরিচিত সেই জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু। দর্শকদের জন্য আরও বাড়তি পাওয়ানা থাকবে এই সিনেমায় নেতাজির পাশাপাশি উপস্থিত থাকবেন রবীন্দ্র নাথ ঠাকুরের চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের আর এক বাঙালি অভিনেতা প্রিয়াংশু চ্যাটার্জী।
সিনেমার চরিত্র সম্পর্কে পরিচালক জানিয়েছেন “কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এই সিনেমায় দেখানো হবে যে সময়ে আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে দেখা হয়েছিল সেই সময়ের তুলে ধরা হবে। কবি গুরুর মেক আপে কোনো খামতি না থাকে তার জন্য মুম্বই থেকে প্রস্থেটিক মেকআপ ম্যান আনবে। এখনো ছবির শুটিং শুরু হয়নি জানুয়ারি মাস থেকে শুরু হবে। মার্চ মাসে শুটিং শেষ হয়ে যাবে।”