রাজ্য

মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের উপর জারি করলো নতুন নির্দেশিকা

মধ্যশিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিকের খাতা দেখার বিষয়ে এক নতুন নির্দেশিকা জারি করলো।মাত্র কয়েকদিন আগে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা, এখনো খাতা দেখা কাজ শুরুই হয়নি, এরই মধ্যে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এক নির্দেশিকা উপস্থাপন করলো।এবারও মাধ্যমিক পরীক্ষার সময়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে।তবে সেক্ষেত্রে খাতা দেখা বা রেজাল্ট নিয়ে যাতে ছাত্র-ছাত্রীদের কোনো রকম অস্বস্তিতে পরতে না হয়, এজন্যই আগে থেকেই ব্যবস্থা নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

এই নিয়মটি হলো কোনো পরীক্ষক যদি খাতা দেখার সময় নম্বর কাটেন, সেই নম্বর কাটার কারণটা পরীক্ষককে জানাতে হবে।আবার খাতায় উল্লেখ করতে হবে সেই খাতায় কত নম্বর কাটা হয়েছে।যেমন:- যদি কোনো প্রশ্নের মান ৪ থাকে পরীক্ষক যদি তাকে ৩ নম্বর দেন, সেই খাতায় তার ৪ নম্বরে ৩ নম্বর এলো কেন তা পরীক্ষককে জানাতে হবে।

উলেখ্য হলো, এই নিয়মে খাতা দেখতে গিয়ে ভুলভ্রান্তি গুলো উঠে আসবে।এর ফলে পরীক্ষকদের বিশেষভাবে নজর থাকবে খাতা দেখার ওপর।এমনটাই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি।

Back to top button