মেকআপ রুমে তৃনার দুর্দান্ত নাচে মুগ্ধ নেটিজেনরা, মুহূর্তে ভাইরাল ভিডিও
টালিউডের জনপ্রিয় দুষ্টু মিষ্টি অভিনেত্রী তৃণা সাহার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা । বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘গুনগুন’ চরিত্রে অভিনয় করছেন তৃনা সাহা। যেখানে সৌজন্য আর গুনগুনের বাড়িতে বিয়ের সানাই বাজছে । সৌজন্য চরিত্র ও গুনগুন চরিত্রটি যেন ভক্তদের মনে একেবারে জায়গা করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই ‘খড়কুটো’ দেখতে ভক্তদের ভিড় পরে যায় টিভির পর্দায়।
আপাতত গুনাগুনের পরিবার ও সৌজন্যের পরিবার গুনগুন-সৌজন্যের বিয়ে নিয়ে মেতে রয়েছেন । গুনগুন প্রথমে বিয়ের করবোনা করবোনা বলেও এখন বিয়ের আনন্দে মরশুল।গুনগুন সৌজন্যের বাড়িতে হলুদ কোটার অনুষ্ঠানে হাজির হয়ে সেখানেই ননদ সাজিকে সঙ্গী করে মনের সুখে নেচে নিলেন।
শুটিং এর ফাঁকে বারবার নেচে উঠছেন গুনগুন অর্থাৎ তৃনা সাহা ।কিউটিপাই গানেও ঠুমকা লাগিয়েছেন তৃনা । মেকাপ রুপে দুর্দান্ত নাচ করে ঝড় তুললেন তৃনা সাহা । কমলা লেহেঙ্গা আর পাথরের গহনা তে সেজে খোলা চুলে দুর্দান্ত নাচ করলেন অভিনেত্রী ।যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়।বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।
View this post on Instagram
Cutipies 🥰🧚🏻♀️ @sonnalmishra ❤️ . . #reels #cutipie #feelitreelit #feelkaroreelkaro #happinees