খালি গলায় দুর্দান্ত গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এক তরুণী, মুগ্দ্ধ নেটিজেনরা
সোশ্যাল মিডিয়ায়র দ্বারা বহু প্রতিভাবন যুবক-যুবতী তাঁরা নিজেদের প্রতিভা নিয়ে হাজির হচ্ছেন। খুব কম সময়ে মানুষের মাঝে নিজের প্রতিভা তুলে ধরা একসময়ে খুবই কঠিন ছিল, কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা অনেক সহজ হয়ে উঠেছে। দেশের বিভিন্নপ্রান্ত থেকে বহু যুবক-যুবতী তাদের প্রতিভা সোশ্যাল মিডিয়ার দ্বারা সকলের মাঝে তুলে ধরছেন। পাণ্ডুয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এক সাঁওতালি তরুণী এক এমনই অনবদ্য গান গেয়ে সবাইকে চমকে দিয়েছেন।
নেহা কক্কর ও অরিজিৎ সিংয়ের কণ্ঠে গাওয়া ‘থোড়ি জাগাহ দে দে মুঝে’ গানটি আমরা কমবেশি প্রায় সকলেই শুনেছি। এবার সেই গানটি গেয়ে সকলকে চমকে দিয়েছেন ওই তরুণী। এই গানটি নিখুঁত ভাবে গাওয়ার পর থেকেই বলিউড চাঁদমনি হেমব্রম-এর দিকে নজর রাখছেন। তাঁর জীবনকাহিনী আমরা কমবেশি প্রায় সকলেই জানি। তাঁর ঘরের মধ্যে নেই কোনও বিলাসিতা, আছে শুধুমাত্র অভাব-অনটন। তবুও এতো কিছুর মধ্য দিয়েও এই গানের প্রতিভাকে তুলে ধরা চমকে যাওয়া মতো।
এরপর চাঁদপুরের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর ইতিমধ্যেই তিনি একটি হিন্দি সিনেমার গান পেয়েছেন। বর্তমানে সেই ভিডিওটি ২০ লক্ষ্যের বেশি মানুষ দেখে ফেলেছেন।সেই ভিডিওটি দেখে নেটিজেনরা মুগ্দ্ধ হয়ে চাঁদমনিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন।