ফের একবার ‘নাচ মেরি রানী’ গানে অনবদ্য নাচের মাধ্যমে ‘মঞ্চে আগুন’ ধরিয়ে দিলেন নোরা ফাতেহি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। তিনি বহু ‘আইটেম’ গানের মাধ্যমে বহু মানুষের মন জয় করে নিয়েছেন। নোরা ফাতেহি যে ‘আইটেম’ গানেই থাকেন না কেন সেই গান সুপার ডুপার হিট হয়ে যায়। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় আছেন। তবে মাঝে মাঝে নোরাকে নেটিজেনদের বিতর্কের মাঝে পড়তে হয়েছে।
সম্প্রতি নোরা একটি অ্যালবাম গানের মধ্যে নাচতে দেখা গিয়েছিলো।নোরার বিপরীতে গুরু রানধাওয়াকে দেখা গিয়ে থাকে। সেই গানে তিনি প্রথম রোবট থাকেন। এরপর যখনই গুরু রানধাওয়া সেই রোবটিকে স্পর্শ করেন এরপর রোবট নোরা ফাতেহিতে পরিণত হয়ে যায়। আর সেই গানটি হলো ‘নাচ মেরি রানী’। সম্প্রতি নোরা ফাতেহীকে ফের একবার ‘নাচ মেরি রানী গানে’ নাচতে দেখা গিয়েছে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।
নোরা ফাতেহি সেই গানের ক্যাপশনে লিখেছিলেন, ‘একটি গানে তিনটি ভিবিন্ন ধারণে কোরিওগ্রাফি’। আর এরপর নোরার সেই নাচ সোশ্যাল মিড়িয়ায় ভাইরাল হয়ে যায়। নোরা ফাতেহীর ভক্তরা সেই নাচের ভিডিওটিতে কমেন্ট ও ইমোজিতে ভাসিয়ে দিয়েছেন। নোরা ফাতেহীর এই অনবদ্য নাচের ভিডিওটি সকল মানুষের মন জয় করে নিয়েছে। এরপরই নোরা ফাতেহীকে সেই ভিডিওটিতে প্রশংসায় ভাসিয়ে দিলেন গুরু রানধাওয়া।
View this post on Instagram