টেক নিউজ
সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! বেড়ে গেলো মদের দাম
দেখতে দেখতে চলে গেলো দুর্গাপুজো। দুর্গাপুজোর পর আসতে চলছে কালীপুজো। সেই কালীপুজো উপলক্ষে সমস্ত বিদেশী মদের দাম আরও বেড়ে গিয়েছে। প্রসঙ্গত, লকডাউনের সময় মদের ওপর ৩০% ট্যাক্স বসানো হয়েছিল।
আবগারি সূত্রে জানা গিয়েছে, গোটা পশ্চিমবঙ্গজুড়ে বাড়বে মদের দাম। ছোট বোতলের সাথে সামঞ্জস্য বজায় রেখে বড় বোতলের মদের দাম বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, আগে যেমন ১৮০, ৩৭৫, ৭৫০ মিলিলিটার মদ পাওয়া যেত, এখন থেকে ৫০০ মিলিলিটারেরও মদের বোতল পাওয়া যাবে মদের দোকানে।
বিজ্ঞাপ্তি অনুযায়ী, ১৮০ মিলিলিটার মদের বোতলের দাম ২৩৫ টাকা হলে, ৩৭৫ মিলিলিটার মদের বোতলের দাম হবে ৪৯০ টাকা। আর ৭৫০ মিলিলিটার মদের বোতলের দাম হবে ৯৮০ টাকা। তবে জানা গিয়েছে, শুধু মাত্র ১৮০ টাকার মদের বোতলের দামে কোনো বদল হচ্ছে না। তবে ৩৭৫ মিলিলিটার এবং ৭৫০ মিলিলিটার মদের বোতলের দামের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে।