মক্কার মসজিদে দরজা ভেঙে ঢুকে গেলো গাড়ি, মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও
সারা বিশ্বের প্রান্ত থেকে মাঝে মাঝেই খবর চলে আসে যে ধর্মীয় উপাসনালয়ে হয়েছে জঙ্গি হামলা। তাই শুরুতে মক্কায় উপস্থিত থাকা ধর্মপ্রাণ ব্যক্তিরাও আতংকিত হয়ে পড়েছিল। কিন্তু পরে সকলকে অবাক করে দিয়ে জানা যায় যে আসলে ওই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মক্কার দরজা ভেঙে প্রবেশ করে যায় ভেতরে। তবে তৎক্ষণাৎ নিরাপত্তা রক্ষীরা চালককে ধরে ফেলে ও তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে।
আচমকা এই ঘটনায় প্রথমদিকে ছড়িয়ে পরে আতঙ্ক। তবে পরিস্হিতি বুঝে ওঠার পর সকলেই আবার স্বাভাবিক হয়ে যায়। প্রসঙ্গত ইসলাম ধর্মের মানুষদের জন্য পবিত্র ধর্মীয় স্থান হলো মক্কা। স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিটের সময় ওই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মক্কার একটি দরজায়। মসজিদের দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করে গাড়ি চালক চলে আসে মসজিদ প্রাঙ্গনে।
মসজিদে অটোরিকইতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সমস্ত কিছুই রেকর্ড হয়ে যায় সিসিটিভিতে। পরবর্তীতে সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায়। তবে সমস্ত ঘটনাটি যেহেতু হয়েছে একটি দুর্ঘটনা ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে তাই ওই চালকের নাম প্রকাশ করা হয়নি।
Video footage of a car crashing into a door at the Grand Mosque in Makkah, Saudi Arabia. pic.twitter.com/DCjNSGlClJ
— Yusuf Abramjee (@Abramjee) October 31, 2020