লম্বা চুল ও ত্বকের জেল্লা ফেরাবে চা পাতা, জেনেনিন কিভাবে
বাঙালির সকাল সন্ধ্যে এক কাপ চা না হলে যেন চলেই না।এক কাপ চা আর তার সঙ্গে বিস্কুট বা তেলে ভাজা কিছু।তবে জানেন কি, যে চা পাতা দিয়ে বাঙালি চা বানিয়ে খায় সেই চা পাতাই ত্বক ও চুলের জেল্লা ফেরাতে বেশ সহায়তা করে। কিন্তু কিভাবে? আসুন তাহলে দেরি না করে জেনে নেয়া যাক সহজেই-
১-আপনি যদি এক বাটি গরম জলে কয়েকটা চা পাতা দিয়ে ভাপ নেন তাহলে আপনার ত্বক উজ্জ্বল হবে। কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে থাকে।
২-ত্বকের পাশাপাশি চুল উজ্জ্বল করতেও বেশ সহায়তা করে চা পাতা। এর জন্য আপনাকে পুরোনো টি ব্যাগের সাহায্যে কড়া চা তৈরী করে ঠান্ডা করে তার মধ্যে আপনার চুল ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে । এতে আপনার চুলের জেল্লা ফিরে আসবে।
৩-শুধু তাই নয়, আপনি যদি স্নানের সময় কয়েকটা চা পাতা জলে ভিজিয়ে স্নান করেন তাহলে বেশ আরাম পাবেন। সেই সঙ্গে ব্যথার উপশমে সাহায্য করে।