ডিডিএলজে-র ২৫ বছর: সুপারহিট ছবির তারকারা এখন কে কোথায়?
আজ থেকে ২৫ বছর আগে ১৯৯৫ সালের ২০ অক্টোবর সিনেমার পর্দায় মুক্তি পে বলিউডের অন্যতম সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।ব্লকবাস্টার এই সিনেমা এখনো পর্যন্ত এমন কিছু রেকর্ড তৈরী করেছে যা ইতিপূর্বে কোনো সিনেমা করে দেখতে পারেনি। শারুখ -কাজল অভিনীত এই সিনেমা সেই সময় হয়েছিল তুমুল জনপ্রিয়।
মূলত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে শাহরুখ-কাজল অভিনয় করলেও সিনেমাটির বাকি চরিত্রের গুরুত্ব ছিল অপরিসীম। আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন অমরেশ পুরি, অনুপম খের, ফরিদা জালালের মত অনেক তুখোড় অভিনেতারা।আজ ২৫ বছর পর দেখে নেওয়া যাক তারা এখন কে কোথায় কেমন অবস্থায় আছেন।
শাহরুখ খান
শাহরুখ খান অভিনয় জীবনে অনেক সুপারহিট সিনেমাতে অভিনয় করেছেন। তবে তার সাফল্যের খাতায় একদম প্রথম সারিতেই থাকবে যে সিনেমার নাম সেটি হলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এই সিনেমায় শাহরুখ কে গড়ে তোলে সুপারস্টার থেকে মেগাস্টার। এই সিনেমার পরেই শারুখের জীবন পুরোপুরি বদলে যায় তার হাতে তখন আসতে শুরু করে অসংখ্য সিনেমার অফার। বর্তমানে ২০১৮ সালে তার মুক্তি প্রাপ্ত শেষ সিনেমা ছিল ‘জিরো’ তারপর থেকে তিনি এখনো পর্যন্ত নতুন কোনো সিনেমায় কাজ করেননি।
কাজল
কাজল এই সুপারহিট ব্লকবাস্টার সিনেমার আগে কাজ করেছেন একাধিক সিনেমাতে তবে তিনি প্রথম নজর করেন এই সিনেমার মাধ্যমেই। তারপর তিনি একে একে কাজ করেন গুপ্ত, কুছ কুছ হোতা হ্যায়, ফানা, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান সহ বেশ কিছু সুপারহিট সিনেমাতে। তবে তাকে শেষ দেখা গিয়েছিলো সম্প্রতি মুক্তি পাওয়া ‘তানহাজি দ্য : আনসাং ওয়ারিয়র’ ছবিটিতে।
অমরেশ পুরি
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় আম্রিশ পুরি অভিনয় করেছিলেন সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র কাজলের বাবা হিসেবে। এই সিনেমা সুপারহিট হওয়ার পর তাকে দেখা গিয়েছিলোজিত, ঘটক, কয়লা, চাচি ৪২০, বারাশাত, বাদশাহ, গাদ্দার, নায়ক, মুঝসে শাদি করোগী এবং অ্যাতরাজ -এর মতো বিভিন্ন সুপারহিট সিনেমায়। তবে তিনি হঠাৎ করেই ২০০৫ সালে প্রয়াত হন। তার অভিনীত শেষ সিনেমা ‘কৃষ্ণা’ মুক্তি পে তার মৃত্যুর সাতদিন পর।
ফরিদা জালাল
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় ফরিদা জালাল অভিনয় করেন কাজলের মায়ের চরিত্রে। সেই সিনেমায় মা -মেয়ের বন্ধুত্বপূর্ণ চরিত্র নজর করেছিল সিনেপ্রেমীদের। ডিডিএলজে -র পর ফরিদা জালাল অভিনয় করেছেন জুদাই, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, পুকার, ক্যায়া কেহনা এবং জুবাইদার মতো বিভিন্ন সুপারহিট সিনেমায়। সিনেমার পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিলো ‘জাওয়ানী জানেমান’ ছবিতে। বর্তমানে টিভি সিরিয়ালে অভিনয় করছেন।
অনুপম খের
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের। তার অভিনীত চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সিনেমার পর অনুপম খের কাজ করেছেন কুছ কুছ হোতা হ্যায়, বড় মিয়া ছোট মিয়া, ক্যায়া কেহনা, কাহো না পেয়ার হ্যায়, দুলহান হাম লে যায়েঙ্গে, রঙ দে বাসন্তী, জান-ই-মন, স্পেশাল ২৬, এর মতো সুপারহিট সিনেমায়। তিনি এখনো বিভিন্ন সিনেমায় কাজ করে চলেছেন।
এছাড়াও সুপারহিট ব্লকবাস্টার এই সিনেমায় কাজ করেছিলেন হিমানি শিবপুরি, সতীশ শাহ, পূজা রূপারেল, পরমিত শেঠি, মন্দিরা বেদি, করণ জোহর -এর মতো খ্যাতিমান অভিনেতারা। তাদের মধ্যে করুন জোহর পরবর্তীতে প্রযোজক ও পরিচালক হিসেবে তৈরী করেছেন একাধিক সুপারহিট সিনেমা। তার পরিচালিত প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন নতুন তারকাদের বিশেষ করে তারকা সন্তানদের বিশেষ সুযোগ দিয়ে থাকে।