আমি না গেলে, আমার দর্শক আসবেন কেন :শ্রাবন্তী
বিশ্বত্রাস করোনার কারণে বন্ধ ছিল সিনেনার শুটিং সহ দেশের সমস্ত সিনেমা হল। কিন্তু বর্তমানে কোরআন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু অনেকদিন আগে শুটিংয়ের অনুমতি মিললেও বন্ধ ছিল সিনেমা হল গুলো। তবে এবার সংখ্যায় কিছুটা কম হলেও দীর্ঘ অপেক্ষার পর আবার সারা ভারতের ন্যায় কলকাতাতেও খুলছে বেশ কিছু সিনেমা হল। আর সেই সংখ্যা সময়ের সাথে সাথে বাড়ানো হবে বলে জানিয়েছে সিনেমা সংশ্লিষ্ট লোকেরা।
তবে সিনেমা হল খোলা হলেও দর্শক আসার বিষয় নিয়ে সংশয় দেখা গিয়েছে হল মালিকথেকে শুরু করে সিনেমা শিল্পের সাথে জড়িত প্রত্যেকের মধ্যে। আর প্রশ্ন উঠে আসছে এমন পরিস্থিতিতে কি টলিউডের নায়ক -নায়িকারা হলে গিয়ে সিনেমা দেখবেন ?
আর সেই প্রশ্নের জবাবে টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি সংবাদ মাধ্যমকে বলেছেন এই দিনটার অপেক্ষায় ছিলাম। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেই পছন্দ করি। কিছুদিন পরেই ‘ছবিয়াল’ মুক্তি পাবে। আমি না গেলে, আমার ছবি দেখতে দর্শক আসবেন কেন?
এছাড়া টলিউডের আর এক অভিনেতা যশ দাশগুপ্তর সিনেমা ‘এসওএস কলকাতা’ মুক্তি পেতে চলেছে আগামী সপ্তাহেই। আর তাকেও একই রকম প্রশ্ন করা হলে তিনি বলেন ‘পিং মলে যাচ্ছি, প্লেনে ট্রাভেল করছি, তাহলে সিনেমা হলে যাব না কেন? এতদিন পর ফের হলে যাব ভেবেই ভালো লাগছে। আমার বিশ্বাস, নিয়মকানুনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে দর্শকও ধীরে ধীরে আসবেন।’