নিউজ

হাতির পিঠে বসে ‘যোগাসন’ করতে গিয়ে আচমকাই পড়ে গেলেন বাবা রামদেব, মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও

কিছুদিন আগেই বৃষ্টি ভেজা রাস্তাতে সাইকেল চালাতে গিয়ে পিচ্ছিল রাস্তায় হঠাৎ করেই পড়ে যান যোগ গুরু বাবা রামদেব। আর এবার তিনি হাতির পিঠে উঠে মথুরার রোমনিটি আশ্রমে যোগ শেখাচ্ছিলেন যোগ গুরু স্বামী রামদেব। কিন্তু তাতেই বেঁধে গেলো বিপত্তি তিনি হাতির পিঠে উঠে আসন প্রদর্শন করতে করতেই হঠাৎ করেই পড়ে গেলেন মাটিতে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হতেই হয়েছে তুমুল ভাইরাল।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে শুরুর দিকে ঠিক থাকে ভাবেই রামদেব প্রদর্শন করছিলেন তার যোগ ব্যায়াম। কিন্তু কিছুক্ষন পর হাতিটি হঠাৎ করে নড়ে চড়ে উঠলে হাতির পিঠ থেকে আচমকাই পড়ে যান রামদেব। তবে তিনি পড়ে গেলেও সেরকম কোনো আঘাত তার লাগেনি। কারণ ভিডিওতে দেখা গেছে যে তিনি দিব্যি পায়ে হেঁটেই সেই স্থান ত্যাগ করে চলে গেলেন আশ্রমের ঘরে।

মাত্র ২২ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা তুমুল ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখনীয় কিছুদিন আগেও বাবা রাম দেব বৃষ্টি ভেজা দিনে একটি রেসিং সাইকেল চালাচ্ছিলেন আর সেই সাইকেল চালানোর সময় হঠাৎ করে তিনি রাস্তায় পরে যান। সেদিন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল।

Back to top button