দিল্লির বাসভবনে রামবিলাস পাসোয়ানকে শেষশ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির
প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে তার দিল্লির বাসভবনে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি-সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। শুক্রবার সকালে এইমস থেকে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ানের মৃতদেহ দিল্লির বাসভবনে নিয়ে আসা হয়। তাঁর মৃত্যুতে এদিন সংসদ ও রাষ্ট্রপতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হয়। এক তথ্যানুসারে জানা গিয়েছে, শনিবার পাটনায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত রামবিলাস পাসোয়ানের শেষকৃত্য।
কেন্দ্রে মোদী সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রী ছিলেন রামবিলাস পাসোয়ান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থায় ভুগছিলেন রামবিলাস পাসোয়ান। এরপর গত শনিবার থেকেই তাঁর শরীরের অবনতি ঘটতে শুরু করে। গত রবিবার তাঁর হৃদপিন্ডে অস্ত্রোপচার হয়। এই প্রসঙ্গে ছেলে চিরাগ জানিয়েছেন, আরও একবার হারতে অপারেশন হবে তাঁর। কিন্তু সেই সময় আর দিলেন না রামবিলাস পাসোয়ান।
এদিন সকালে কেন্দ্রীয়মন্ত্রী মৃতদেহ সকালে তাঁর দিল্লির বাসভবনে নিয়ে গেলে, সেখানেই শেষ শ্রদ্ধা জানান বিশিষ্ট ব্যক্তিরা। তাঁর মৃত্যুতে টুইট করে শোক জ্ঞাপন করে তাঁর পরিবারে প্রতি শোকবার্তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি প্রমুখ।