আন্তর্জাতিক

জাতির জনক মহাত্মা গান্ধীকে অসাধারণ আলোকসজ্জায় সন্মান জানালো বুর্জ খলিফা,মুহূর্তেই ভাইরাল ভিডিও

প্রতি বছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম দিনটিকে পালন করা হয় গান্ধী জয়ন্তী হিসেবে। প্রতি বছরই নিয়ম মাফিক এই দিনটিকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। তবে এ বছর করণের কারণে বিশেষ আয়োজন করা হয়নি। সকলেই এবার প্রাথমিক নিয়ম মেনেই পালন করেছে দিনটি। তবে এবার এই বিশেষ দিনটিকে বিশেষ ভাবেই উদযাপন করলো সংযুক্ত আরব আমিরশাহী।

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে এবার বিশেষ আয়োজন করে দিনটিকে উদযাপন করলো বিশ্বের অন্যতম ধনী এই দেশ। আর সেই ছবি ভাইরাল হয়ে গেলো মুহূর্তেই।

বিশ্বের বৃহত্তম বিল্ডিং হলো বুর্জ খালিফা। সংযুক্ত আরব আমিরশাহী এই বিল্ডিংটিতে প্রায়ই বিভিন্ন দিবস উদযাপনের জন্য সাজিয়ে থাকে। এবার মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালন করা হলো এই বিল্ডিংটিকে আলোক সজ্জায় সাজিয়ে। আলোক সজ্জায় দেখানো হয়েছে গান্ধীজির মতাদর্শ ও তার চরকা কাটার চিত্র।

শুধু তিনি সংযুক্ত আরব আমিরশাহির কন্সুলেটররা বুর্জ খলিফার আসে পাশের বেশ কয়েকটি জায়গায় চালান স্বচ্ছতার অভিযান। ভারতেও গান্ধী জয়ন্তী পালন করা হয়েছে সকল রাজ্যেই। তবে করণের কারণে এবার কোনো রাজ্যই করেনি বিশেষ আয়োজন। সাধারণ ভাবেই পালন করা হয়েছে গান্ধী জয়ন্তী।

Back to top button