বিনোদন

কুমার শানুর গানে অনেকদিন পর নাচবেন প্রসেনজিৎ, পর্দায় চমক দিতে থাকবেন দেব-কোয়েল জুটি!

তারকা সমৃদ্ধ টানা ১০ ঘন্টার এন্টারটেইনমেন্ট নিয়ে আগামী ৪ অক্টোবর হাজির হচ্ছে ষ্টার জলসা। কারণ ঐদিন হবে ‘সুপার সিঙ্গার’ রিয়ালিটি শোয়ের গ্রান্ড ফিনালে। আর সেই অনুষ্ঠানের উপস্থিত তারকাদের তালিকায় আছেন অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা, রজতাভ দত্ত।সাথে থাকছে প্রসেনজিৎ চ্যাটার্জির তুমুল নাচ। আর মা হওয়ার পর এই প্রথম পর্দায় দেখা যাবে কোয়েল মল্লিক কে। তাকে জুটি বাঁধতে দেখা যাবে টলিউডের সুপার ষ্টার সাংসদ দেব এর সাথে।

অপরদিকে থাকবেন গানের জগতের কিংবদন্তি গায়করাও সেই তালিকায় আছেন কুমার শানু, অভিজিৎ, শান, সোনু নিগম, সুখবিন্দর সিংহ।আর অনেকদিন পর কুমার শানুর গানে নাচতে দেখা যাবে টলিউডের মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি কে।

আর সেই সাথে গ্রান্ড ফিনালেতে থাকবে ছয় প্রতিযোগী সঞ্চারী্, শ্রোয়ী, রাজদীপ, দীপমিতা, শালীনি, ময়ূরীর শেষ মুহূর্তের গানের লড়াই। আর সেই সাথে গ্রান্ড ফিনালেতে অথিতি বিচারকের আসনে দেখা যাবে শান, লোপামুদ্রা মিত্র, অভিজিৎ, রূপঙ্কর বাগচী কে। আর লিজেন্ডের শ্রদ্ধা জানিয়ে আশা ভোসলে ও মান্না দের গান শোনা যাবে সোনু নিগম ও অভিজিৎ ব্যানার্জির কণ্ঠে।

Back to top button