বিনোদন

‘মা’ সিরিয়ালের ঝিলিকের ছবিতে মুগ্ধ নেটিজেনরা, হট লুকে ভাইরাল অভিনেত্রী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিথি।যিনি দর্শকদের কাছে ঝিলিক নামে বেশি পরিচিত। কারণ, একসময় ‘মা’ সিরিয়ালের ঝিলিক চরিত্রে অভিনয় করেছিলেন তিথি। বেশ জনপ্রিয় হয়েছিল সিরিয়ালটি। দর্শকদের মনে যেন আজও জায়গা করে আছে ‘মা’ সিরিয়াল।তিথি অর্থাৎ ঝিলিক সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানারকম ছবি দিয়ে ভক্তদের মনে ঝড় তোলে। আর এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ভাইরাল হলেন অভিনেত্রী তিথি।তিথির সেই ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।এমনকি নেটিজেনরা প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

ওই ভাইরাল হওয়া ছবিটিতে বেশ হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী তিথি। ছবিটিতে তিথিকে একটি কালো টপ ও লাল রঙের একটি শর্টস পোশাকে দেখা যাচ্ছে । সেই সঙ্গে চুলের স্টাইল ও মেক-আপ। এই ছবিটি যেন ঝড় তুলেছে নেটিজেনদের মনে।

 

View this post on Instagram

 

Imma ride or die Whether you fail or fly! 📷@abhas_official Caption-@_sayakstark_

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s) on

Back to top button