বিনোদন

তিথিকে ‘পর্নস্টার’ বলে কটাক্ষ নেটিজেনদের, কীভাবে কটাক্ষের জবাব দিলেন ঝিলিক?

‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় শিশুশিল্পী ঝিলিক, যার প্রকৃত নাম তিথি। ছোটবেলা থেকেই অভিনয় দক্ষতার কারণে শিরোনামে ছিলেন তিনি। ধারাবাহিকের শেষে সোশ্যাল মিডিয়াতেও তার ভক্তদের ছবি, রিলস পোস্ট করে মজিয়ে রাখেন তিথি। তার ফ্যাশন সেন্স ও অভিনয়– দুইয়ে মিলে আজও শিরোনামে তিনি।

তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে বারবার কটাক্ষের শিকার হয়েছেন তিথি। কখনো পোশাক নিয়ে কখনো চেহারা নিয়ে বডি শেমিংয়ের শিকার তিনি। তবে এবার সবকিছু ছাপিয়ে সরাসরি ‘পর্নস্টার’ বলে মন্তব্য করা হয় অভিনেত্রীকে।

তবে তিথিও যে বসে থাকার পাত্রী নন, এ বিষয়ে সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি। পোশাক, ফ্যাশন এগুলো তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তাই তাকে কোনও কটু কথা বললে কীভাবে উত্তর দিতে হয় সেটা তিনি খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় বা জনসমক্ষে অবমাননা কতটা মানসিকভাবে প্রভাব ফেলে সেটা যিনি এ সমস্যায় পড়েছেন তিনিই জানেন। সামাজিক এ অসুস্থতাকে পুরোপুরি বিনাশ করার লক্ষ্যে ও এ নিয়ে বার্তা দিতে হইচই আনতে যাচ্ছে ‘লজ্জা’ নামের একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানেই দর্শক জানতে পারবেন কীভাবে ট্রলিংয়ের জবাব দিয়েছেন তিথি।

Back to top button