বিনোদন
সাড়ে ৭ কোটি দিয়ে কিনলেন বাড়ি, কত ভাড়া পাচ্ছেন টাইগার? একঝলকে দেখেনিন
সম্প্রতি পুণের অভিজাত এলাকায় প্রায় সাড়ে চার হাজার স্কয়ার ফিটের একটি বাড়ি কেনেন টাইগার শ্রফ। এতে তার খরচ পড়ে ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৫ কোটি টাকা। তবে বাড়িটিতে নিজে না উঠে ভাড়া দিয়ে দিয়েছেন তিনি।
পাঁচ বছরের জন্য মাসিক প্রায় ৩.২৫ লাখ টাকায় বাড়িটি ভাড়া দিলেন অভিনেতা। ইতোমধ্যেই চুক্তি হয়ে গেছে। ন
প্রায় ১৪ লাখ টাকা অগ্রিমও পেয়েছেন টাইগার। তবে পুণের এই সদ্য কেনা বাড়িটি ছাড়াও মুম্বাইয়ের খার এলাকায় তার আট রুমের একটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। ওই ফ্ল্যাটেই মা-বাবার সঙ্গে থাকেন অভিনেতা। এই মুহূর্তে নিজের আসন্ন ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমার প্রচারে ব্যস্ত তিনি।