বিনোদন

‘সিতারে জমিন পর’-এর গল্প কেমন হবে, মুক্তি পাবে কবে? জানালো আমির খান

বক্স অফিসে ‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার পর প্রায় এক বছর প্রচারের আলো থেকে দূরে ছিলেন আমির খান।

২০০৭ সালে ‘তারে জমিন পর’ তৈরি করেছিলেন অভিনেতা। সেই ছবির অনুপ্রেরণাতেই এবার তৈরি করবেন ‘সিতারে জমিন পর’।

আমির জানিয়েছেন, তিনি আশা করছেন ক্রিসমাসে বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

‘তারে জমিন পর’ ছবি তৈরি হয়েছিল ডিসলেক্সিয়া রোগের ওপর নির্ভর করে। এই ছবির হাত ধরে পরিচালনায় পা রাখেন তিনি।

এবার তাঁর টিম নজর দেবে ডাউন সিনড্রোমের ওপর।

‘সিতারে জমিন পর’ আদপে ‘তারে জমিন পর’-এর মতোই একটা ছবি। তবে নতুন ছবিটা পুরনো ছবির চেয়ে ১০ গুণ এগিয়ে।

‘তারে জমিন পর’ দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। ‘সিতারে জমিন পর’ দেখে যদিও মজা পাবেন তাঁরা।

‘তারে জমিন পর’ ছবিতে সহানুভূতিশীল এক শিক্ষকের চরিত্রে দেখা যায় আমির খানকে যিনি তাঁর ডিসলেক্সিক ছাত্রকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করেন।

এবার তিনি জ্ঞানের আলো ফটোবেন ডাউন সিনড্রোমের ওপর। তাঁদের লড়াইয়ের কথা বলবেন তিনি, সমাজে তাঁদেরও সমান অধিকারের কথা বলবেন আমির খান।

এই ছবিতে আমির খানের সঙ্গে দেখা যাবে জেনেলিয়া ডিসুজাকে।

‘সিতারে জমিন পর’ কি ‘তারে জমিন পর’-এর মতোই সাফল্যের স্বাদ পেতে পারবে?

আমাদের অপেক্ষায় থাকতে হবে ক্রিসমাস পর্যন্ত।

এই ছবি সম্পর্কে আপনার মতামত কী?

Back to top button