সেরা চলচ্চিত্র ’12th Fail’, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৪ এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখেনিন
আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৪ এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকাটিতে:
সেরা সিরিজ বিভাগে জায়গা করে নিয়েছে কোহরা। এ ছাড়াও টুয়েলভথ ফেইল ও জোরাম ছবি দুটি ফিল্মস সেকশনে দুটি করে পুরস্কার জিতে নিয়েছে। এ ছাড়াও এই অ্যাওয়ার্ড শ্যোয়ে পুরস্কার পেয়েছে
সেরা শর্ট ফিল্ম- নকটার্নাল বার্গার
সেরা পরিচালক- নকটার্নাল বার্গার (পরিচালক- রিমা মায়া)
সেরা অভিনেতা- গিধ (দ্য স্ক্যাভেঞ্জার) (অভিনেতা- সঞ্জয় মিশ্র)
সেরা অভিনেত্রী- অভিনেত্রী- মিলো সুনকা (নকটার্নাল বার্গার)
সেরা লেখা- গিধ (দ্য স্ক্যাভেঞ্জার) (লেখক- অশোক সাঙ্খলা ও মণীশ সাইনি)
সেরা সিনেমাটোগ্রাফি- লাস্ট ডেজ অব সামার (সিনেমাটোগ্রাফার- জিগমেট ওয়াংচুক)
সেরা সিরিজ – কোহরা
সেরা নির্দেশনা- জুবিলি (পরিচালক- বিক্রমাদিত্য মোতওয়ানে)
সেরা লেখক- কোহরা (লেখক- গুঞ্জিত চোপড়া, দিগ্গি সিসোদিয়া ও সুদীপ শর্মা)
সেরা অভিনেতা- কোহরা (অভিনেতা- সবিন্দরপাল ভিকি)
সেরা অভিনেত্রী- ট্রায়াল বাই ফায়ার (অভিনেত্রী- রাজশ্রী দেশপান্ডে)
সেরা পার্শ্ব অভিনেতা- জুবিলি (অভিনেতা- সিদ্ধান্ত গুপ্ত)
সেরা পার্শ্ব অভিনেত্রী- লাস্ট স্টোরিজ সিজন ২: দ্য মিরর (অভিনেত্রী- অম্রুতা সুভাষ)
প্রথম চলচ্চিত্র – টুয়েলভথ ফেইল
সেরা পরিচালক- পিএস বিনোথরাজ (চলচ্চিত্রের নাম- কুঝাঙ্গাল)
সেরা চিত্রনাট্য- দেবাশীষ মাখিজা (চলচ্চিত্রের নাম- জোরাম)
সেরা সম্পাদনা- অভ্র বন্দ্যোপাধ্যায় (চলচ্চিত্রের নাম- জোরাম)
সেরা সিনেমাটোগ্রাফি- অবিনাশ অরুণ (চলচ্চিত্রের নাম- থ্রি অব আস)
সেরা অভিনেতা- বিক্রান্ত ম্যাসি (চলচ্চিত্রের নাম- টুয়েলভথ ফেইল)
সেরা অভিনেত্রী- শেফালি শাহ (চলচ্চিত্রের নাম- থ্রি অব আস)
সেরা পার্শ্ব অভিনেতা- জয়দীপ আহলাওয়াত (চলচ্চিত্রের নাম- জানে জান)
সেরা পার্শ্ব অভিনেত্রী- দীপ্তি নাভাল (চলচ্চিত্রের নাম- গোল্ডফিশ)