‘কাঞ্চন মল্লিক সুপার ফ্লপ…’, স্বামী কাঞ্চনকে একি বলে বসলেন নববধূ শ্রীময়ী!
দীর্ঘ প্রতীক্ষার অবসানে, 2 মার্চ শনিবার রাতে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ সাতপাকে বাঁধা পড়েছেন। তাদের নতুন জীবনের শুরু দেখার জন্য মুখিয়ে ছিলেন তাদের ভক্ত ও অনুরাগীরা। 6 মার্চ তাদের রিসেপশন অনুষ্ঠিত হবে।
বিয়ের আয়োজন ছিল একেবারে ঘরোয়া। কাছের পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সরল ও মনোরম পরিবেশে সম্পন্ন হয় তাদের বিবাহ অনুষ্ঠান।
নবদম্পতি দেখতে অত্যন্ত সুন্দর লাগছিলেন। লাল টুকটুকে বেনারসী পরেছিলেন শ্রীময়ী। মানানসই সোনার গয়না তার সাজকে করে তুলেছিল আরও আকর্ষণীয়। বরবেশে কাঞ্চনও জমকালো ধুতি-পাঞ্জাবিতে দেখাচ্ছিলেন অত্যন্ত সুদর্শন।
বিয়ের আয়োজনে কোন কমতি ছিল না। হিন্দু রীতি মেনে সকালে পূর্বপুরুষকে জলদান থেকে শুরু করে গায়ে হলুদ সবটাই ছিল নিয়ম মেনে।
View this post on Instagram
কাঞ্চন-শ্রীময়ীর গায়ে হলুদের আয়োজনও ছিল বেশ নজরকাড়া। হলুদ গাঁদাতে আসর সাজিয়ে হয়েছিল চোখধাঁধানো আয়োজন।
View this post on Instagram
বিয়ের আগের দিন, শুক্রবার আইবুড়োভাতও হয়েছিল জমিয়ে। মাছের মাথা নিয়ে পোজ দেওয়া থেকে শুরু করে পাত পেরে হরেক পদের আয়োজন, বাদ যায়নি কিছুই।
দম্পতির সিঁদুর দানের ভিডিয়ো রীতিমতো ভাইরাল। বিয়ের আসরে হঠাৎই একটি ভিডিয়ো নজর কাড়ল সকলের। হাতে হাত রেখে জীবনের শপথ নেওয়ার সময় চারপাশ থেকে বন্ধুবান্ধব, কাছের মানুষদের উল্লাসধ্বনিতে মুখরিত হয়েছিল বিবাহ আসর।শ্রীময়ী কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একলাইন ঠিক গেয়ে দিলেন। ‘চোখে চোখে এত কথা মুখে কিছু বলো না।’
তখন কনেপক্ষ তো আনন্দে হইহই করে উঠল। কাঞ্চনকে সকলে বললেন, বলো মুখে কিছু কথা বলো। সকলেই কাঞ্চনকে অন্ততঃ এক লাইন গান ধরার অনুরোধ করল। আর এবারেই হল আসল মজা। শ্রীময়ী বিয়ের আসরে বসে নিজেই বলে উঠলেন, ‘ফ্লপ করেছে কাঞ্চন মল্লিক সুপার ফ্লপ।’
কাঞ্চন ও শ্রীময়ীকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই।