বিনোদন

‘আমরা দুজনে খুবই…’, অনুপমের সঙ্গে নতুন জীবন শুরু নিয়ে কি বললেন প্রশ্মিতা?

শনিবার, ২ মার্চ অনুপম রায় এবং প্রশ্মিতা পাল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তাদের সম্পর্ক শুরু হয়েছিল কাজের সূত্রে হলেও, হঠাৎ করেই তাদের মন মিলে গিয়েছিল। ভালোবেসে ফেলেছেন একে-অপরকে। দুজনেই ব্যর্থ বিয়ে থেকে বেরিয়ে এসেছেন। তবে অতীত ভুলে এখন নতুন জীবন শুরু করতে চান।

বিয়ে হবে দক্ষিণ কলকাতার একটি ক্লাবে। হিন্দু রীতি অনুসারে বিয়ে না করে রেজিস্ট্রি ম্যারেজ করবেন দুজনে।

প্রশ্মিতা খাঁটি বাঙালি সাজে সাজবেন। লাল রঙের বেনারসি পরবেন। মেনুতে থাকবে বাঙালি পদ।

নতুন জীবন শুরু করতে আশাবাদী প্রশ্মিতা। টিভি নাইনবাংলাকে বলেছেন, “আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি। আশা করি সব ভাল হবে। আমরা দুজনেই খুবই আশাবাদী যে, শেষ পর্যন্ত সব ভালো হবে।”

অনুপম-প্রশ্মিতা ‘হাইওয়ে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সেখান থেকে আলাপ শুরু হয়েছিল। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। প্রশ্মিতা জানিয়েছেন, প্রপোজ করার দরকার পড়েনি। ভালো বন্ধু হিসেবে একে-অপরকে মনের কথা বুঝতে পেরেছেন। একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে বিয়ে করছেন।

২০২১ সালে অনুপমের দ্বিতীয় বিয়ে ভেঙে যায় পিয়া চক্রবর্তীর সঙ্গে। ২০২৩ সালের শেষে পিয়া বিয়ে করেন গায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে।

পিয়া অনুপম-প্রশ্মিতার বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পরমব্রতও তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Back to top button