জন্মের আগেই ঠিক হয়ে গিয়েছে নামকরণ, রণবীর-দীপকার সন্তানের নামের অর্থ কি?
২৯ ফেব্রুয়ারি, ২০২৪ সালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে সুখবর দিয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সেপ্টেম্বরেই দীপবীরের ঘরে আসছে নতুন অতিথি।
এই খবর শেয়ার করার পর ভক্তদের মাঝেও উচ্ছ্বাস দেখা গেছে। সন্তানসম্ভবা স্ত্রীকে আগলে গাড়িতে তুলতে দেখা গেল কেয়ারিং হাজব্যান্ড রণবীর সিংকে। প্রিয় তারকাজুটিকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। রণবীর তাঁর অনুরাগীদের সঙ্গে হাতও মেলান।
দীপিকার প্রতি রণবীর যে বিশেষ যত্নশীল সেটা তো সকলেরই জানা। কিন্তু, এটা কী জানেন সন্তান আসার সুখবর দেওয়ার সঙ্গে সঙ্গে নামটাও ঠিক করে ফেলেছেন বলিউডের বাজিরাও। হবু সন্তানের নাম রাখলেন সৌর্যবীর সিং।
রণবীর বলেছিলেন তাঁর একটা মেয়ে চাই। আর সন্তানের নাম রাখবেন সৌর্যবীর সিং। অভিনেতা খোলা মনে জানিয়েছিলেন, ‘আমি তো নামের একটা লিস্ট তৈরি করছি। সন্তান হলে নাম রাখব সৌর্যবীর সিং।’
স্টার কিডদের নামে সন্তানদের নামকরণ করতে চান অনেকেই। সৌর্যবীর নামের অর্থ সাহসী। সংস্কৃত ভাষা থেকে এই নামের উৎপত্তি। ভারতের সম্মানজনক মিলিটারি অ্যাওয়ার্ড সৌর্য চক্র। সাহসকতার প্রতীক হিসাবে এই পুরস্কার প্রদান করা হয়।
সেপ্টেম্বরে রণবীর-দীপিকার ঘর আলো করে কে আসে, ছেলে না মেয়ে সেটার জন্য এখনও বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে। সন্তানের নাম সত্যিই সৌর্যবীর রাখেন কিনা সেই উত্তরও মিলবে তখনই।
রণবীরের বরাবরই পছন্দ ছোট্ট রাজকন্যা। দীপিকার মতোই মিষ্টি মেয়ে চান রণবীর। তাঁর কথায়, দীপিকার ছোটবেলাটা ভীষণ সুন্দর। ঠিক ওঁর মতোই একটা ফুটফুটে মেয়ে চান রণবীর সিং।
সম্প্রতি একটি সর্বভারতীয় ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘আমি আর রণবীর দুজনেই বাচ্চা ভীষণ ভালোবাসি। আমরাও সেই দিনের জন্য অপেক্ষা করছি যেদিন আমাদের পরিবারও পরিপূর্ণ হবে।’