ডোনাল্ড ট্রাম্পের পর এবার নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত হলেন পুতিন
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত হয়েছেন আগামী ২০২১ এর নোবেল শান্তি পুরুস্কারের জন্য। তবে এবার সেই তালিকায় যুক্ত হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম।
রুশ লেখক সের্গেই কমকভসহ রাশিয়ার আরও বিশেষ ব্যক্তিত্বরা এবার নোবেল শান্তি পুরুস্কারের জন্য ভ্লাদিমির পুতিনের নাম মনোনীত করেন। গত ১০ সেপ্টেম্বর তারা নোবেল কমিটির কাছে আবেদনপত্র পাঠায়।
অনেকেই ধারণা করছে যে এই আবেদন পত্র পাঠানোর ক্ষেত্রে হাত রয়েছে ক্রেমলিনের। তবে ক্রেমলিন তা নিজেই অস্বীকার করেছেন। অপরদিকে এমন এক সময়ে পুতিনের নাম মনোনীত করা হয়েছে যখন দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি’কে বিষাক্ত নার্ভ এজেন্ট ‘নভিচক’ প্রয়োগে হত্যা চেষ্টার ঘটনায় তার নাম জড়িয়েছে। বর্তমানে এই ঘটনা নিয়ে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্লাদিমির পুতিনকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে ক্রেমলিন নাভালিনকে বিষ দিয়ে মেরে ফেলার ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে।