বিনোদন

৬৭ টাকায় ক্যারিয়ার শুরু, রেখে গেলেন ৩৩ কোটি, না ফেরার দেশে জনপ্রিয় সংগীত শিল্পী

উপমহাদেশের প্রবাদপ্রতিম গজল শিল্পী পঙ্কজ উদাস আর নেই। মাত্র ৭২ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তবে শ্রোতাদের জন্য রেখে গেলেন দারুণ কিছু গান ও স্মৃতি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

শৈশব থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তার। মাত্র সাত বছর বয়সে তিনি গান গাওয়া শুরু করেন। প্রথম দিকে তিনি শুধু শখের বশে গান গাইতেন। পরে প্রায় ৭০০ এর বেশি গান গেয়েছেন।

অনেকে জেনে অবাক হবেন, মাত্র ৬৭ টাকায় ক্যারিয়ার শুরু করেছিলেন পঙ্কজ উদাস। ধীরে ধীরে উপার্জন বাড়তে থাকে। লাইভ পারফরম্যান্স এবং ইউটিউব চ্যানেল থেকেও প্রচুর উপার্জন করেছেন।

সূত্রের খবর, পরিবারের জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন পঙ্কজ উদাস। মিডিয়া রিপোর্ট বলছে, প্রায় ৩৩ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক ছিলেন শিল্পী।

ভারতের হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি।

‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, ‘নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া এসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। ‘নাশা’, ‘পয়মানা’, ‘হজরত’, ‘হামসফর’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুলিতে।

Back to top button