বিনোদন

গায়িকা নয়, ইন্ডিয়ান আইডলের মঞ্চে ভিন্ন পরিচয় শ্রেয়া ঘোষালের

ইন্ডিয়ান আইডল ১৪ একটা লম্বা সফর পেরিয়ে এখন ফিনালের দিকে এগিয়ে চলেছে। বর্তমানে মাত্র ৬ জন প্রতিযোগী বাকি আছেন। আর এই সেরা ছয়কে নিয়েই এবার এই গানের লড়াইয়ের মঞ্চে অনুষ্ঠিত হবে মা বিশেষ পর্ব। সেখানেই নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন শ্রেয়া ঘোষাল।

ইন্ডিয়ান আইডল ১৪ -এর নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে শ্রেয়াকে তার মাতৃত্ব নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, বন্ধুরা, আমার জীবনের সেরা উপলব্ধি হলো গায়িকার পরিচয় নয়, বা শ্রেয়া ঘোষালের পরিচয় নয়। বরং একজন মা হয়ে ওঠা আমার জীবনের সেরা পরিচয়।

তিনি আরও বলেন, দুনিয়ার সবাই মনে করে গানের সফর সেরা। কিন্তু আসলে মায়েদের প্রার্থনা হলো সেরা। আমাদের সবার গানের প্রথম গুরু হন আমাদের মায়েরা। মায়ের গাওয়া গানেই সংগীতের প্রথম সা থাকে। আর আমাদের সরগমের মাঝের সুরও কিন্তু মা। সব মা গায়ক হন না হন তারা কিন্তু সবাই সরস্বতী।

ইন্ডিয়ান আইডল ১৪তে শুভদীপের গান
মা বিশেষ পর্বে শুভদীপ দাস বাজিরাও মাস্তানি সিনেমার আজ ইবাদত গানটি গেয়ে শোনান। তার গান শুনে মুগ্ধ হয়ে যান সবাই। প্রশংসা করে ওঠেন শ্রেয়া, বিশাল, শানুরা।

উল্লেখ্য, গায়িকা হিসেবে নয়, এবার বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল। এছাড়াও আছেন কুমার শানু এবং বিশাল দাদলানি। তাদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তারা সেই মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।

Back to top button