প্রিয় গায়কের থেকে চাই অটোগ্রাফ! গায়ের ট্যাঙ্ক টপ অরিজিতের দিকে ছুঁড়ে দিল মহিলা, অতঃপর….
অরিজিৎ সিং, একজন প্রতিভাবান সঙ্গীতশিল্পী, যার গান মন ছুঁয়ে যায়। তাঁর ভক্তদের প্রতি অগাধ ভালোবাসা প্রায়শই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তাঁর লাইভ শো-তে উন্মাদনা ছুঁয়ে যায় চরম পর্যায়ে। একটা সেলফি, একটা অটোগ্রাফের জন্য ভক্তরা যেকোনো অসাধ্য সাধন করতে পারে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাধারণ পরিবারে বেড়ে ওঠা অরিজিৎ, ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শো-তে প্রথম জনসম্মুখে আসেন। যদিও ফাইনালে পৌঁছাতে পারেননি, তবুও তাঁর গুণাবলী তাঁকে বলিউডে টান নিয়ে আসে। ‘সাওয়ারিয়া’ ছবির গানের মাধ্যমে তাঁর বলিউড যাত্রা শুরু হলেও, মুক্তি পায়নি সেই গান।
মিউজিক কম্পোজার প্রীতমের হাত ধরে ‘মার্ডার ২’-এর ‘মহাব্বতে’ গানের মাধ্যমে অফিসিয়ালি সংগীত জগতে পা রাখেন অরিজিৎ। ‘আশিকি ২’-এর ‘মেরি আশিকি’ গান তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।
সম্প্রতি, লাইভ পারফরমেন্সের সময় একটি ট্যাঙ্ক টপ উড়ে এসে পড়ে স্টেজে। লজ্জা পেলেও, অরিজিৎ ট্যাঙ্ক টপটিতে স্বাক্ষর দিয়ে মালিকের কাছে পাঠিয়ে দেন।
গত বছর অওরঙ্গাবাদের এক কনসার্টে এক মহিলা অরিজিতের হাত ধরে টান মেরেছিলেন। তবুও গায়ক মেজাজ হারাননি, বরং ভদ্রভাবে মহিলাটিকে বুঝিয়েছিলেন।
View this post on Instagram
কিছুদিন পর এক বাইক চালক হেলমেট দিয়ে গাড়ির কাচে আঘাত করেছিলেন অরিজিৎকে। তবুও তিনি হালকা ধমক দিয়েই ওই অনুরাগীকে মাফ করে দেন।
অরিজিৎ সিং-এর এই বিনয়ী আচরণ তাঁকে অনুরাগীদের কাছে আরও প্রিয় করে তোলে। তাঁর গানের পাশাপাশি, তাঁর উদার মনোভাবও তাঁকে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করিয়ে দেয়।