‘আমি মূর্খ, এখন বিক্রির যুগ…’, শ্রীময়ীর সঙ্গে নতুন জীবনে পা দিয়ে কেন এই উপলব্ধি কাঞ্চনের?
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের বিয়ে টলিউডে বিতর্কের ঝড় তুলেছে। বয়সের ফারাক, পূর্বের সম্পর্ক, সব মিলিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দুজনেই।
কাঞ্চন ‘এই সময় সংবাদপত্রে’ দেওয়া সাক্ষাৎকারে বলেন, “একটা সময় রাস্তায় নেমে জনতা এক্সপ্রেসের মতো শো করতাম। তাই আমার ধারণা ছিল, হয়তো মানুষ চিনি। কিন্তু, এখন বুঝলাম, আমি মূর্খ। এখন বিক্রির যুগ। নিজের ব্যক্তিগত জীবনকে মানুষ সোশ্যাল মিডিয়ায় বেচতে শুরু করেছেন। আর যখন আর কিছু বেচার থাকে না, তখন অনঅয়কে নিয়ে নেগেটিভ কথা এবং অশালীন মন্তব্য চলতে থাকে।”
শ্রীময়ী বলেন, “আমার কাছে মানুষের রিঅ্যাকশন নিয়ে কিছুই বলার নেই। সোশ্যাল মিডিয়া যদি আমার জন্মের আগে থেকে থাকত, তাহলে বোধহয় আমার জন্মের দিনও বাবা-মাকে নানা কুরুচিকর মন্তব্য সহ্য করতে হত। নানা ধরনের প্রশ্ন উঠত, কেন ছেলে হল না, কেনই বা মেয়ে হল। ঈশ্বরের আশীর্বাদ সেই সময় সোশ্যাল মিডিয়াটা ছিল না। আমি খুব একটা এসবে ভাবিত নই। আমি শুধুমাত্র আমার পরিবার ও কাছের মানুষদের নিয়ে চিন্তিত। তাঁদের বয়স হয়েছে। তাঁরা যাতে আঘাত না পায়, সেটাই দেখার।”
কাঞ্চন আরও বলেন, “চূড়ান্ত বিপদের দিনে যখন কেউ ছিল না, তখন পাশে থেকেছেন শ্রীময়ী। সিগারেট-এর পরিমাণ কমিয়ে দিয়েছে তাঁর।”
৬ মার্চ কলকাতার এক পাঁচতারা হোটেলে তাদের বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হবে।