বিপাকে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, অভিযোগ পুলিশে
অভিনেত্রীর নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়ে মানুষের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।
অভিযোগপত্রে মুম্বাই পুলিশকে অভিনেত্রী জানিয়েছেন, বিদ্যা বালান এর নামে একটি ইনস্টাগ্রাম আইডি তৈরি করা হয়েছে। এরপর ওই অভিযুক্ত চাকরির আশ্বাস দিয়ে লোকদের কাছে টাকা চাইছিল।
সম্প্রতি ভুয়া আইডির কারণে সমস্যায় পড়তে হয়েছে বলিউড তারকাসহ বিশিষ্ট ব্যক্তিদের। ডিপফেক ভিডিওর কারণে কিছু লোক সমস্যায় পড়েছেন। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, অভিনেত্রী অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন
প্রয়াত হলেন প্রবীণ বেতার উপস্থাপক আমিন সাহনিপ্রয়াত হলেন প্রবীণ বেতার উপস্থাপক আমিন সাহনি
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিদ্যা বালানের নামে যে ইনস্টা আইডি তৈরি করেছিলেন তার মাধ্যমে চাকরি পাওয়ার জন্য লোকেদের প্রতারণা করেছিল। খার পুলিশ আইটি আইনের ৬৬(এ) ধারায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে।
২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন অভিনেত্রী বিদ্যা বালান। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, এক পুরস্কার বিতরণীর মঞ্চে সবচেয়ে খারাপ পোশাক পরা নায়িকা হিসাবে বেছে নেওয়া হয়েছিল বিদ্যাকে। সেই দুঃস্বপ্নের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আমি বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছিলাম। সৌভাগ্যবশত তখন সোশ্যাল মিডিয়ার রমরমা ছিল না, কিন্তু সংবাদপত্রের পাতায় আমার ড্রেসিং সেন্স নিয়ে সমালোচনা চলত। হয়ত তারা একদম অন্য টপিকে কথা বলছে, হঠাৎ করে আমার ড্রেসিং সেন্সকে কটাক্ষ।’
সেই কঠিন সময়ে কাছের মানুষদের পাশে পেয়েছিলেন বিদ্যা। অভিনেত্রী জানান তার দেওর তাকে প্রশ্ন করেছিল, ‘তুমি এখানে কী হতে এসেছিলে?’ তার জবাব ছিল, ‘অভিনেত্রী হতে’। সব ভুল অভিনয়েই ফোকাস করার উপদেশ পান বিদ্যা। এরপর কাহানির বিদ্যা বাগচি দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন ওজন ঝরাতে হবে, নিজেকে বদলাতে হবে।