ভারতের ভয়ে কাঁদতে কাঁদতে সীমান্ত পাহারায় আসছে চিনা সেনা! মুহূর্তেই ভিডিও হলো ভাইরাল
লাদাখ সীমান্তে ভারত -চীন সংঘাতের আবহেই প্রকাশ পেলো একটি বিতর্কিত ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে বাসে করে কোনো এক জায়গায় ডিউটি করতে যাচ্ছে চীনা আর্মির সদস্যরা। আর সেই ভিডিওতে তাদের মধ্যে অনেককেই দেখা গেছে কান্নাকাটি করতে। তবে ওই ভিডিওটির তীব্র প্রতিবাদ করেছে চীনা সংবাদ মাধ্যম।
গত সপ্তাহে পূর্ব চীনের আনহুই প্রদেশের একটি স্থানীয় নেটওয়ার্কে প্রকাশ করা হয় ভিডিওটি। ভিডিওতে একটি বাসের ভেতরে চীনের পিপলস লিবারেশন আর্মির কয়েকজন কমবয়সী যাঁকে দেখা যায় ওই ভিডিওতে চীনা আর্মির একটি গান ‘গ্রিন ফ্লাওয়ার্স ইন দা আর্মি’ গানটি গাইছিলো সবাই মিলে। আর ওই গানটি গাইতে গাইতে অনেকেই প্রায় হয়ে ওঠেন আবেগাপ্লুত। সেই ভিডিওতে কয়েকজনকে দেখা যায় কাঁদতেও।
তবে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হতেই অনেকেই করতে থাকেন বিভিন্ন কমেন্টস। তাদের মধ্যে অন্যতম কমেন্টস হিসেববে একজন লিখেছেন ‘ভারতের ভয়ে কাঁদতে কাঁদতে সীমান্ত পাহারায় আসছে চিনা সেনা!’