পুনম পান্ডের ‘মৃত্যু’ নাটক নিয়ে যে প্রতিক্রিয়া জানালেন স্বামী স্যাম বোম্বে
ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর ভুয়া খবর নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। গত ২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম হ্যান্ডলের এক পোস্টে জানা গেল, জরায়ু ক্যান্সারে মারা গেছেন পুনম। তখনই অবশ্য অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন বিষয়টি নিয়ে। সেই সন্দেহ সত্য প্রমাণ হয় পরদিন।
শনিবার পাল্টা এক পোস্টে পুনম পান্ডে জানান, তিনি বেঁচে আছেন। মূলত জরায়ু ক্যান্সারে সচেতনতা প্রচারের জন্যই নিজের মৃত্যু নিয়ে এমন নাটক সাজিয়েছিলেন। এর পরই শুরু হয় ফের সমালোচনা ও চর্চা। উঠে আসে তার তিক্ত অতীত।
এবার পুনমের মৃত্যুর নাটকের ঘটনায় প্রতিক্রিয়া জানালেন তার স্বামী স্যাম বোম্বে। জানিয়েছেন, আগে থেকেই জানতেন মারা যাননি পুনম। কারণ তিনি হৃদয় থেকে এমনটা অনুভব করেননি।
অভিনেত্রী পুনমের বেঁচে থাকার কথা জানিয়ে স্যাম বলেন, আমি আনন্দিত। সে বেঁচে আছে। আমার জন্য এটাই যথেষ্ট।
স্যাম আরো বলেন, আমি যখন খবরটি শুনলাম তখন এমন কিছুই অনুভব হয়নি। কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয়নি। ভেবেছিলাম এমনটা কখনোই হতে পারে না। আপনি যখন কারো সঙ্গে সংযুক্ত থাকেন, তখন সবকিছু অনুভব করতে পারেন। পুনমের জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি। এজন্য তার খারাপ কিছু হলে জানতাম আমি।
তিনি জানান, তাদের এখনো বিচ্ছেদ হয়নি।
পুনমের এই মৃত্যুর নাটকের পেছনের উদ্দেশ্য সম্পর্কে স্যাম বলেন, আমার মনে হয় কেউ যদি তাদের খ্যাতি বা ভাবমূর্তিকে অবহেলা করে একটি বিষয় সম্পর্কে সচেতনতা বাড়ায়, তাকে সম্মান করি আমরা। পুনম চিরকালের। সে সাহসী নারী।