মারা যাননি পুনম পান্ডে, ইনস্টাগ্রামে হাজির হয়ে দুঃখপ্রকাশ করলেন ‘মৃত’ অভিনেত্রী
বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে নিজের মৃত্যুর খবরকে ভুয়া বলে ঘোষণা করেন। 32 বছর বয়সী এই অভিনেত্রী নিজের মৃত্যুর ‘ফেক নিউজ’ ছড়ানোর জন্য সকলের কাছে ক্ষমাও চান।
শুক্রবার, 2 ফেব্রুয়ারী, পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর ম্যানেজার পারুল চাওলা জানান যে, সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে পুনমের মৃত্যু হয়েছে। 24 ঘণ্টা পর, ‘মৃত’ পুনম সোশ্যাল মিডিয়ায় আবির্ভূত হন এবং নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সমাজ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
শনিবার, ইনস্টাগ্রাম ভিডিওতে পুনম বার্তা দেন যে, সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই তিনি এই ভুয়া মৃত্যুর ঘোষণা দিয়েছিলেন।
View this post on Instagram
পুনমের এই ব্যাখ্যার পরও অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করছেন, প্রচারের জন্যই তিনি এই কাণ্ড করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, সার্ভাইকাল ক্যান্সারের মতো গুরুতর বিষয় নিয়ে এভাবে প্রচার চালানো উচিত নয়।
এই ঘটনার ফলে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা শুরু হলেও, পুনমের পন্থা নিয়ে বিতর্ক থেমে নেই।
আমাদের সাথে থাকুন, এই বিতর্কের পরবর্তী আপডেট পেতে।