গুরুতর অসুস্থ কবীর সুমন, হাসপাতালে মমতাকে দেখেই ‘চাঙ্গা’ গায়ক, করলেন চকোলেটের আবদার
গুরুতর অসুস্থতায় আক্রান্ত হয়ে গত সোমবার কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লক-এ ভর্তি হন সঙ্গীতশিল্পী কবীর সুমন। বুকে সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত হয়ে তাকে সিসিইউতে রাখা হয়।
বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের জনসভা শেষে হাসপাতালে গিয়ে কবীর সুমনের স্বাস্থ্যের খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রীর দেখা পেয়ে চাঙ্গা হয়ে ওঠেন অসুস্থ শিল্পী। তিনি উঠে বসার চেষ্টা করেন এবং সিসিইউ-এর বেডে শুয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেশ খানিক্ষণ কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে কবীর সুমন আগের চেয়ে ভালো আছেন এবং কথা বলতে পারছেন। তিনি বাড়ি যেতে চান, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে আরও ১০ দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে যে ৭৫ বছর বয়সী শিল্পীর অক্সিজেন স্যাচুরেশন এখন স্বাভাবিক। তবে বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া রয়েছে। তার হার্টের অবস্থাও ভালো নয় এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও রয়েছে।
চিকিৎসকরা তাকে এখনও বিপদমুক্ত বলছেন না। তার চিকিৎসার জন্য একটি চার সদস্যের চিকিৎসক টিম গঠন করা হয়েছে।
Today, in a heartening gesture, Smt. @MamataOfficial visited famous Bengali singer-songwriter Kabir Suman at Kolkata Medical College and Hospital.
The thoughtful visit underscores a sense of compassion and genuine empathy that is hard to come by in today’s leaders. pic.twitter.com/PZHYF2jg5p
— All India Trinamool Congress (@AITCofficial) February 1, 2024
কবীর সুমন সোমবার রাতেই হাসপাতালের বিছানায় শুয়েই চিকেন স্যান্ডউইচ খাওয়ার আবদার করেছিলেন। বৃহস্পতিবার মমতার কাছে চকোলেট খাওয়ার আবদার করেন তিনি। ডায়াবেটিস থাকায় চকোলেটের পরিবর্তে তাকে বিস্কুট খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
কবীর সুমনের অনুরাগীরা তার অসুস্থতার খবরে চিন্তিত। শিল্পী সোমবার ফেসবুকে লিখেছিলেন, “শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।”