গায়ের রং কালো বলে কোনো বলিউড অভিনেত্রী কাজই করতে চাইতেন না! দাবি সুনীল শেট্টির
বলিউড অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে, তাঁর কেরিয়ারের শুরুর দিকে তাঁর গায়ের রঙের কারণে অনেক বলিউড অভিনেত্রী তাঁর সাথে কাজ করতে চাইতেন না। তিনি বলেন, “১৯৯২ সালে বলিউডে আমার ডেবিউ হয়েছিল। তখনকার সময় বলিউডে হিরো বলতে যা বোঝা হতো সেটা অনেকটাই আলাদা ছিল। সাধারণ মানুষের কাছে হিরো মানেই ফর্সা, সুন্দর হবে। শ্যামবর্ণের কেউ হলে তাঁকে হিরোর বদলে খলনায়কের চরিত্রে ভাবা হতো। এটা পরিচালক, হিরোইন সহ সকলেই মনে করতেন। আর এই ভাবনার জেরেই কেরিয়ারের শুরুর দিকে বহু প্রত্যাখ্যান সহ্য করেছি আমি।”
শেট্টি বলেন, “তবে যাই হয়ে যাক না কেন আমি মোটেই হাল ছাড়িনি। অবিচল থেকেছি নিজের লক্ষ্যে। কঠোর পরিশ্রম করে, বহু প্রত্যাখ্যান সহ্য করার পর বলবান ছবিতে সুযোগ পাই। সেই ছবি মুক্তি পাওয়ার পর সেটা হিট করে যায়। আর তারপর কখনই পিছু ফিরে তাকাতে হয়নি আমাকে।”
বলবান ছবির পর শেট্টি আরও অনেক হিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। তাঁর অন্যতম হিট ছবিগুলো হল খেল: নো অর্ডিনারি গেম, রক্ত, ভাগাম ভাগ, দিলওয়ালে, হেরা ফেরি, ইত্যাদি। বর্তমানে তিনি হান্টার টুটেগা নেহি তোরেগা সিরিজে অভিনয় করছেন। আগামীতে তাঁকে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে দেখা যাবে।