‘এই ছবিটি আসলে সত্যি নয়’, উন্মুক্ত ছবি প্রসঙ্গে বিস্ফোরক মনোজ বাজপেয়ী
বলিউডের অভিনেতা মনোজ বাজপেয়ী সম্প্রতি একটি ডিপফেক ছবির শিকার হয়েছেন। এই ছবিতে দেখা যাচ্ছে, ৫০ পেরিয়েও তিনি একজন ফিটনেস ফ্রিক। তাঁর শরীরে সুঠাম পেশী রয়েছে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। অনেকেই অভিনেতার ফিটনেস দেখে প্রশংসা করেন।
তবে এবার এই ছবির বিষয়ে মুখ খুললেন মনোজ বাজপেয়ী নিজেই। তিনি জানান, এই ছবিটি আসলে ডিপফেক। অর্থাৎ, তাঁর আসল ছবিতে কম্পিউটারের মাধ্যমে পরিবর্তন আনা হয়েছে। এই ছবিটি তাঁর নতুন সিরিজ ‘কিলার সুপ’-এর প্রচারের জন্য তৈরি করা হয়েছিল।
মনোজ বাজপেয়ী বলেন, “আমি সবসময়ই একটু রোগা থাকতে পছন্দ করি। আমি রাতের খাওয়া বন্ধ করে দিয়েছি প্রায় ১৪ বছর আগে। তাই, আমার শরীরে পেশী থাকার সম্ভাবনা নেই। এই ছবিটি আসলে ডিপফেক। আমি এই ছবিটি দেখে অবাক হয়েছি। অনেকেই আমাকে এই ছবি দেখে প্রশংসা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। তবে এই ছবিটি আসলে সত্যি নয়।”
মনোজ বাজপেয়ী এখন বলিউডের একজন ব্যস্ততম অভিনেতা। তাঁর হাতে একের পর এক সিরিজ ও চলচ্চিত্রের কাজ রয়েছে। তিনি জানান, তিনি আগামীতেও দর্শকদের জন্য ভালো ভালো কাজ উপহার দিতে চান।