বিনোদন

দারুণ মেধাবী, তবুও কেন সিরিয়ালে অভিনয় জগতে এলেন তৃনা সাহা?

বর্তমানে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’-এ শ্রাবণের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। তিনি একজন দক্ষ অভিনেত্রী, কিন্তু তার চেয়েও বেশি তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন।

তৃণা সাহা আইসিএসসি এবং আইএসসি বোর্ডে পড়াশোনা করেছিলেন। আইসিএসসিতে তিনি ৮৫% এবং আইএসসিতে ৯২% নম্বর পেয়েছিলেন। একাদশ-দ্বাদশ শ্রেণিতে তিনি বাণিজ্য বিষয় পড়েছিলেন। অ্যাকাউন্টেন্সিতে তার সবচেয়ে বেশি নম্বর ছিল।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তৃণা অডিটে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন। তিনি মার্কেটিং এবং ফিন্যান্সে এমবিএও করেছেন। একটি কোম্পানিতে ইন্টার্নশিপও করেছিলেন তিনি।

তবে তারপরই অভিনয়ের প্রতি তার আগ্রহ তাকে অভিনয় পেশায় নিয়ে যায়। তিনি অপর্ণা সেনের ‘আর্শিনগর’ ছবিতে কাজ করা শুরু করেন ক্যামেরার পিছনে। সেখান থেকেই তিনি অভিনয়ের প্রতি দুর্বল হয়ে পড়েন।

সম্প্রতি তৃণা সাহা তার স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার ঠিক আগে এয়ারপোর্টে দেরি হওয়ার কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন।

তৃণা সাহার পড়াশোনার পরিধি দেখে অনেকেই অবাক হবেন। তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন এবং তার অভিনয় দক্ষতাও অসাধারণ। তিনি বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল।

Back to top button