অর্থনীতি

মধ্যবিত্তদের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমল সোনারদাম

ফের কমেগেলো সোনার দাম। সোমবার এমসিএক্স ফিচার্সে সোনার দাম কমে গিয়েছে ০.১৫ শতাংশ। আর এরফলে এখন সোনার দাম কমে হয়েছে ৫১হাজার ৬৩৭ টাকা। শুধু তাই নয় সোনার দামের পাশাপাশি দাম কমেছে রুপোর। রুপোর দামের পতন হয়েছে ০.১৩ শতাংশ। আর এরফলে সোমবার প্রতিকেজি রুপোর দাম ছিল ৬৭ হাজার ৭৯০ টাকা। প্রসঙ্গত উল্লেখনীয় যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে গেলেও ভারতের বাজারে কমেছে সোনা ও রুপোর দাম।

সোমবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৩,০১৫ টাকা ও প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫০,৭৩০ টাকা। কলকাতায় রুপোর দাম ছিল প্রতি কেজিতে ৬৭ হাজার টাকা।

একাহার দেশের রাজধানী দিল্লিতে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৫৩,২০০ টাকা। মুম্বাইয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৩ হাজার ২৯৫ টাকা। চেনাইয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৩,২২০ টাকা। এই নজিয়ে সোনার দামের টানা পতনে কিছুটা খুশি মধ্যবিত্ত ও ব্যসায়ীরাও।

Back to top button