৫ ঘণ্টার প্রচেষ্টার পর বেরিয়ে এলো গলায় আটকে থাকা কয়েন
চিকিৎসকরা ১৩ বছরের এক কিশোরের গলা থেকে বের করে আনলেন একটি কয়েন। এই ঘটনাটি ঘটেছে আসানসোলে।
জানাগেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বোরোচকের বাসিন্দা এরূপ পালের ছেলে এবং পাল রবিবার বিকেলের দিকে একটি ৫টাকার কয়েন মুখে রেখে দিয়েছিলো। আর খেলার সময় অসাবধানতা বসত সেই কয়েন গিয়ে আটকে যায় তার শ্বাস নালিতে। সেই সময় যন্ত্রনায় ছটপট করতে থাকে অয়ন। সাথে সাথে তাকে দেখানো হয় ইএনটি সার্জন বীরেশ্বর মণ্ডলকে। রোগীকে দেখার পরেই সোমবার সকালে অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসক।
এই প্রসঙ্গে চিকিৎসক বীরেশ্বর মন্ডল জানিয়েছেন ‘বর্তমান করোনা পরিস্থিতিতে যেকোনও অস্ত্রোপচার করার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। কিন্তু অয়নের যা অবস্থা ছিল, তাতে করোনা পরীক্ষা করাতে গেলে শ্বাসনালীতে আটকে থাকা কয়েনের কারণে ওর মৃত্যুও হতে পারত। তাই ঝুঁকি নিয়েই করোনা পরীক্ষা না করেই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
টানা ৪৫ মিনিট চেষ্টা করার পর কয়েনটা বের করা সম্ভব হয়েছে। এইমুহূর্তে অয়ন সুস্থ আছে তার বিপদ কেটে গেছে। আর এই খবরে এই মুহূর্তে দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে অয়নের পরিবারের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।