বিনোদন

অ্যানিমেল এর সাফল্য বিপজ্জনক, বিস্ফোরক মন্তব্য করলেন জাভেদ!

‘অ্যানিমেল’ বক্স অফিসে ঝড় তুললেও এই সিনেমা নিয়ে চর্চার অন্ত নেই। তবে নিন্দা-সমালোচনা যতই হোক, ক্যাশবাক্স কিন্তু উপচে পড়ছে! কিন্তু সিনেমার বেশ কিছু বিতর্কিত দৃশ্য নিয়ে দর্শকদের একাংশের ক্ষোভ কিন্তু এখনও ছাই চাপা আগুনের মতোই হয়ে রয়েছে।

এবার ‘অ্যানিমেল’-এর গগনচুম্বী সাফল্যকে বিপজ্জনক বলে খোঁচা জাভেদ আখতারের। সিনেমার নাম না নিয়ে জাভেদ আখতার বলেন, এরকম কোনও সিনেমা যেখানে মহিলাদের জুতা চাটতে বলা হয় কিংবা তাদের থাপ্পড় মারার বিষয়টাকে মহিমান্বিত করে দেখানো হয়, আর সেই সিনেমা যখন সুপারহিট হয়, এটা বিপজ্জনক ছাড়া আর কিছুই নয়।

নাম না নিলেও জাভেদ আখতারের এই মন্তব্য যে ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুর এবং তৃপ্তি দিমরির এক দৃশ্যকে উদ্দেশ্য করে, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি ঔরঙ্গাবাদে অজন্তা ইলোরা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই আধুনিক সিনেমা এবং গান প্রসঙ্গে আলোচনা চলছিল। সেই প্রেক্ষিতেই নাম না নিয়ে অ্যানিমেল সিনেমার বিতর্কিত দৃশ্যের কথা উল্লেখ করেন বলিউড গীতিকার।

Back to top button