৯৯ টাকায় দেখা যাবে ‘জওয়ান’, ঘোষণা করলেন শাহরুখ খান নিজেই!
১৩ অক্টোবর ভারতজুড়ে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে ‘মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’। ওই দিন মাত্র ৯৯ টাকায় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ পাবে সিনেমাপ্রেমীরা! সেই উপলক্ষেই ‘জওয়ান’ দেখা যাবে মাত্র ৯৯ টাকাতে। এই খবর শাহরুখ নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ১১১৭ কোটি টাকা। ৯৯ টাকাতে সিনেমা দেখার সুযোগ হাতছাড়া করবেন না দর্শকরা। তাই ধারণা করা হচ্ছে মুক্তির এতদিন পরেও হাউজফুল থাকবে প্রতিটি শো।
সামাজিক মাধ্যম ফেসবুকে শাহরুখ লিখেছেন, ‘সিনেমার জন্য ভালোবাসার খাতিরে আপনাদের সবার জন্য একটি বিশেষ উপহার। এই ১৩ অক্টোবর, জওয়ান দেখে আসুন মাত্র ৯৯ টাকাতে।’
অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।