চীনের বিলিওনিয়ার জ্যাক মার ৭টি উপদেশ, পড়ে দেখুন জীবন বদলে যাবে
চীনের বিলিয়নেয়ার জ্যাক মা কে বলা হয় স্টার্টআপ বিজনেসের রোল মডেল। তিনি একদম জিরো থেকে শুরু করে আজ ৫ হাজার ১৩০ কোটি মার্কিন ডলারের মালিক। সম্প্রতি ফরচুন ম্যাগাজিন তাকে বর্তমান সময়ের ৫০ জন মহান নেতার মধ্যে একজন হিসেবে আখ্যা দিয়েছে। আর ফোর্বসের হিসেবে তিনি পৃথিবীর শক্তিশালী নেতাদের মধ্যে একজন।
ওয়ারেন বাফেটকে যেমন বলা হয় বিনিয়োগের গুরু। তেমনি নতুন উদ্যোক্তাদের গুরু হলেন জ্যাক মা। আর এই চাইনিজ বিজনেস টাইকুন নতুন উদ্যোক্তাদের দিয়েছেন সত্যি উপদেশ। চলুন দেখে নেই সেগুলি এক ঝলকে –
১)মানুষের সমস্যা গুলিকে সুযোগে রূপান্তরিত করতে শিখুন
জ্যাক মা একসময় ইন্টারনেটে কোল্ড ড্রিঙ্কস খুঁজতে গিয়ে দেখেন যে ইন্টারনেটে চীনা কোম্পানির কোনও পানীয় নেই। আর তখনি তার মনে প্রশ্ন উঠে আসে যে কেন চীনা ইন্টারনেটে পাওয়া যাবেনা চীনা পানীয়। আর তখনি জ্যাক বুঝতে পারেন যে বাজারে এই জিনিসেরই ঘাটতি রয়েছে। আর মানুষের সেই সমস্যা সমাধানের জন্যই তার মাথায় আইডিয়া আসে ‘আলিবাবা’ শুরু করার। জ্যাক মা এই প্রসঙ্গে বলেছেন ‘আশপাশের পৃথিবীর দিকে চোখ রাখতে হবে। কোথায় অসুবিধা হচ্ছে, মানুষ কী নিয়ে অভিযোগ করছেন, তা অনুধাবন করতে হবে। সমস্যা থেকে বের হয়ে আসতে পারে নতুন উদ্যোগের বিশাল সুযোগ।
২)ভবিষ্যতের দিকে দিতে হবে নজর
নিত্যনতুন প্রযুক্তির যুগে মানুষের কাছে ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে বিভিন্ন যন্ত্র। জ্যাক মা তাই পরামর্শ দিয়ে বলেছেন এমন এক জিনিস খুঁজে বের করতে হবে যা এই আধুনিক মেশিনের সমন্বয়েই কাজ করবে।তার কথা অনুযায়ী আপনাকে ভবিষৎতে আগেই অনুধাবন করে নিতে হবে।
৩) পণ্য ও সেবা উন্নত করতে হবে
জ্যাক মা যেকোনো ব্যবসার পণ্য ও সেবা উন্নত করার বিষয়ে বলেন যে ক্রেতা ও কর্মী—দুই পক্ষের প্রতিক্রিয়াকে গুরুত্ব দেয় আলিবাবা।সেই প্রসঙ্গে তিনি বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক থাকাটাও জরুরি। ক্ষুদ্র বিষয়ের ভিতথ্য নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।
৪)অন্যদের সাথে প্রতিযোগিতায় ভয় পেতে নেই
জ্যাক মা প্রতিযোগিতা থেকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে পক্ষপাতী নয়। তার কথা অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার মনোভাব সবসময় রাখতে হবে। কখনোই নিজের থেকে বেশি শক্তিশালী কাউকে ভয় পেলে চলবে না।
৫)বন্ধুদের সাথে কখনো ব্যবসা করতে নেই
অনেকেই ব্যবসা শুরু করার সময় ভাবে যে তিনি বন্ধুদের সাথেই ব্যবসা শুরু করবেন। তবে জাকমা এই প্রসঙ্গে জানিয়েছেন যে বন্ধুদের সাথে ব্যবসা করার তুলনায় যাদের সাথে ব্যবসা শুরু করা হয়েছে তাদের সাথে ভালো বন্ধুত্ব করতে হবে। জ্যাক মা মনে করেন যে ব্যবসা করতে প্রয়োজন সম মানসিকতার যে গুন্ হয়তো আপনি কাছের মানুষের মধ্যে নাও পেতে পারেন।
৬)আপনাকে একগুঁয়ে হতে হবে
আপনাকে হয়তো ২৪ জন মানুষের মধ্যে একজন মানুষ বিশ্বাস করবে। তা -ও হাল না ছেড়ে দিয়ে আপনাকে লেগে থাকতে হবে। কারণ জ্যাক মা যখন ইন্টারনেটে ব্যবসা করতে চেয়েছিলেন তখন তার একজন মাত্র বন্ধু সেই পরিকল্পনা কে গুরুত্ব দিয়েছিলো ও জ্যাক মা -র পরিকল্পনা বাস্তবে করা সম্ভব বলে মনে করেছিল। আর এখানেই বলে রাখা ভালো জ্যাক মা যদি সেই সময় সংখ্যাগরিষ্ঠের কথা শুনে পিছিয়ে যেতেন তাহলে কি আজকের আলিবাবা এতপ বড় হতো !
৭)যেকোনো বিষয়ে কৌতহল থাকা ভালো
১৯৯৪ সালে জাকমা যখন কলেজ শিক্ষক ছিলেন তখন তার বয়স ৩০ বছর। আর সেই সময় তিনি একবার মার্কিন যুক্তরাষ্টে যাওয়ার সুযোগ পান ও সেই সময় তার মাথায় ইন্টারনেট ব্যবসার বিষয়টি মাথায় আসে। আর সেখান থেকে ফায়ার এসেই তিনি তার বন্ধু ও তার সহকর্মীকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তখন তার কথা কেউ বিশ্বাস না করলে জ্যাক মা নিজেই প্রচেষ্টা চালিয়ে যান। আর তার চেষ্টায় সফল এসেছে। দু বার বিফল হওয়ার পর তারপর ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে যায় আলিবাবা।