ED-র তদন্তের তালিকায় রয়েছে নাম! তবে নেই পর্ষদের তালিকায়, ২ প্রাথমিক শিক্ষক হঠাৎ উধাও
কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই দুটি আলাদা তালিকা আদালতে জমা দিয়েছে। ইডির তালিকায় দুইজন শিক্ষকের নাম রয়েছে, যাদের নাম প্রাথমিক শিক্ষা পর্ষদের তালিকায় নেই। সিবিআইর তালিকায় ৯৬ জন শিক্ষকের নাম রয়েছে, যাদের মধ্যে ৪৬ জনের ডিএলএড ডিগ্রি নেই। আরও ৪৬ জনের নাম রয়েছে, যাদের টেট পাস নেই।
ইডির তালিকায় থাকা দুই শিক্ষকের নাম ‘রজক’ এবং ‘শেখ’। তারা দুজনেই ২০২০ সালে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, তাদের কাছে এই রকম কোনও শিক্ষকের বিষয়ে তথ্য নেই।
সিবিআইর তালিকায় থাকা ৯৬ জন শিক্ষক ২০১৪ সালের টেটে পাশ করেননি। তাদের মধ্যে চারজন শুধুমাত্র টাকার বিনিময়ে চাকরিতে ঢুকেছেন বলে অভিযোগ।
আরও ৪৬ জন শিক্ষক ২০১৬-১৭ সালের নিয়োগে অতিরিক্ত প্যানেলে নিযুক্ত হন। তাদের মধ্যে কেউ কেউ ডিএলএড ডিগ্রি নেই।
এই তালিকাগুলোর ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সংশ্লিষ্ট শিক্ষকদের নথি যাচাইয়ের জন্য তলব করেছে।
ইডি ও সিবিআইর তালিকাগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।