বিনোদন

নামেই সুপারস্টার, পড়াশোনাতে লবডঙ্কা? বাংলা সিরিয়ালের সবথেকে অশিক্ষিত নায়িকা কে? দেখুন

জি বাংলা এবং স্টার জলসা বাংলা টেলিভিশনের দুটি জনপ্রিয় চ্যানেল। এই দুই চ্যানেলে প্রচুর জনপ্রিয় নায়িকা রয়েছেন। তাদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত। আজ আমরা এই দুই চ্যানেলের সেরা নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানব।

অপরাজিতা আঢ্য

অপরাজিতা আঢ্য বাংলা সিরিয়াল এবং সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি খুব শীঘ্রই জল থই থই ভালোবাসা সিরিয়ালে দেখা যাবে। অপরাজিতা শুধু একজন নামী অভিনেত্রী নন, তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক পাশ করেছেন।

শোলাঙ্কি রায়

শোলাঙ্কি রায় ইচ্ছেনদী, প্রথমা কাদম্বিনী, গাঁটছড়া সিরিয়ালের নায়িকা। তিনি সিরিয়াল ছেড়ে এখন সিনেমা এবং ওয়েব সিরিজের কাজ করছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক পাশ করেছেন। এরপর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।

মোহনা মাইতি

মোহনা মাইতি বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি মাধ্যমিক পাশ না করেই অভিনয় করতে শুরু করেন। এখন সিরিয়াল করার পাশাপাশি স্কুলে পড়াশোনা করছেন তিনি।

মানালি দে

মানালি দে বাংলা সিরিয়াল এবং সিনেমার আরও একজন জনপ্রিয় অভিনেত্রী। বউ কথা কও, ধুলোকনা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে অভিনয় করছেন তিনি। তবে তিনি নাকি স্কুলের গন্ডি পেরোতে পারেননি। উচ্চ মাধ্যমিকের পর তিনি আর পড়াশোনা করেননি।

সৌমিতৃষা কুন্ডু

সৌমিতৃষা কুন্ডু বাংলার মিঠাই রানী। তিনি স্কুলে পড়তেই সিরিয়ালে কাজ করতে শুরু করে দেন। জয় কালী কলকাত্তাওয়ালী, কনে বউ সিরিয়াল এরপর মিঠাই সিরিয়াল তার সব থেকে বড় ব্রেক। তিনি বারাসাত গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ইংরেজি নিয়ে ওপেন ইউনিভার্সিটিতে স্নাতক হয়েছেন তিনি।

Back to top button