‘যাদের ছাড়া আমি আমিই হতাম না’, ছবি শেয়ার করে কাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রসেনজিৎ
বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। শুধু টলিউড নয়, বলিউডেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। চলতি বছরেই স্ট্রিমিং শুরু হয়েছে প্রসেনজিতের দুটি হিন্দি ওয়েব সিরিজ। সিরিজের তার অভিনয় প্রশংসা পেয়েছে সিনেপ্রেমীদের কাছে।
সম্প্রতি প্রসেনজিৎ শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’র শুটিং। এই ছবিতে প্রসেনজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও জয়া আহসান।
বাণিজ্যিক ছবি থেকে অন্যধারার ছবি, সিনেমা থেকে ওয়েব সিরিজ– সব ক্ষেত্রেই দক্ষ অভিনেতা হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই সফলতার পেছনে যে বিশেষ মানুষগুলো ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি সুন্দর ফ্রেমবন্দি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের শেয়ার করা ছবিতে দেখা গেছে, হরনাথ চট্টোপাধ্যায়, অনুপ সেনগুপ্ত, প্রভাত রায়, সুজিত গুহ, বীরেশ চট্টোপাধ্যায়, অনামিকা সাহা, স্বান্তনা বসুকে। একঝাঁক পরিচালক এবং অভিনেত্রীদের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘যাদের ছাড়া আমি আমিই হতাম না।’
প্রসেনজিৎ ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই কমেন্টে ভরিয়েছেন অনুরাগীরা। এক অনুরাগী লিখেছেন, ‘দারুণ লাগল পোস্টটা গুরুদেব। ক্যারিয়ারের এই জায়গায় এসে লেজেন্ডদের সঙ্গে এরকম একটা সত্য পোস্ট তোমার পক্ষেই সম্ভব। তাই তুমি প্রসেনজিৎ, তুমিই ইন্ডাস্ট্রি।’ আরেকজন লিখেছেন, ‘স্বপন সাহা থাকলে ফ্রেমটা সম্পূর্ণ হতো।’ আরেক অনুরাগী লিখেছেন, ‘অনেকদিন পর দেখা গেল বীরেশ চট্টোপাধ্যায়কে।’
একটা সময় হরনাথ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবিগুলোর মধ্যে অন্যতম হলো– শ্বশুর বাড়ি জিন্দাবাদ, গ্যাঁড়াকল, সূর্য, রাজু আঙ্কেল, চলো পাল্টাই। সুজিত গুহের সঙ্গে প্রসেনজিতের হিট ছবি– মন মানে না, অমর সঙ্গী, নায়ক, দেবা। বীরেশ চট্টোপাধ্যায়ের ছবি– তবু ভালোবাসি, সুখের স্বর্গ। অনুপ সেনগুপ্তের ছবি– মামা ভাগ্নে, দাদার আদেশ, পরিবার, পবিত্র পাপী। প্রভাত রায়ের ছবি– খেলা ঘর, হ্যাংওভার, লাঠি।
কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের ২৫ বছরের সেলিব্রেশন হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাই। এছাড়াও সে দিন উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, চিরঞ্জিৎ, দীপঙ্কর দে, রূপা গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ, আবীর। অনুষ্ঠানে এসে পুরোনো সহকর্মীদের দেখে আবেগে ভেসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।