বিনোদন
অভিনয় থেকে বিরতি নিলেন মেঘা! সিরিয়াল না করার আসল কারণ জানালেন ছোটপর্দার ‘পিলু’
অভিনেত্রী মেঘা জানিয়েছেন, তিনি আপাতত কোনও সিরিয়াল করছেন না। তিনি মাস্টার্সের পড়াশোনা করছেন। আর এই মুহূর্তে পড়াশুনো মন দিয়ে করতে চান। তাই এখন ছোটপর্দায় কাজ করতে তিনি রাজী নন। অর্থাৎ মেঘাকে বেশ কিছু সময় কোনও সিরিয়ালে দেখা যাবে না। কবে ফিরবেন সেটাও নিশ্চিত নয়।
মেঘা বলেন, “পিলু ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই আমার কাছে অনেক সিরিয়ালের অফার এসেছে। কিন্তু আমি সবগুলো অফার ফিরিয়ে দিয়েছি। কারণ আমি আপাতত কোনও সিরিয়াল করতে চাই না। আমি মাস্টার্সের পড়াশোনা করছি। আর এই মুহূর্তে পড়াশুনো মন দিয়ে করতে চাই। তাই এখন ছোটপর্দায় কাজ করতে আমি রাজী নই।”
মেঘা আরও বলেন, “আমি জানি যে আমার ভক্তরা আমাকে নতুন সিরিয়ালে দেখতে চান। কিন্তু আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি আপাতত কোনও সিরিয়াল করতে পারব না। আমি আশা করি তারা আমার সিদ্ধান্তকে বুঝবেন।”