দেশে নারকেলের সংকট বোঝাতে গাছে উঠে ভাষণ দিলেন মন্ত্রী
ফলের মধ্যে অন্যতম প্রিয় ফল হলো নারকেল। নারকেল পছন্দ করেননা এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় বিরল। ভারত দেব -দেবী প্রধান দেশ আর সব দেবী দেবতার চরণেই নিবেদন করা হয় নারকেল। আর মঙ্গোল ঘটে অন্যতম বস্তুই হলো এই নারকেল। আর গ্রীষ্মের প্রখর রোদে তেষ্টা মেটাতে নারকেলের জুড়ি মেলা ভার।সারা ভাৰত জুড়েই এই ফলটি জনপ্রিয়। আর বাঙালিদের পুজো পার্বনে নারকেলের নাড়ু তো অপরিহার্য্য ও সুস্বাদু একটি খাবার। আর এই নারকেল আমরা পাই বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্য ও শ্রীলংকা থেকে আমদানি করে।
কিন্তু এবার এবার অরুন্দিকা ফার্নান্দো নামে শ্রীলঙ্কার এক মন্ত্রী দাবি করে জানালেন যে শ্রীলংকা জুড়ে চলছে নারকেলের সংকট। আর সেই নারকেলের সংকটের বিষয়টি জনগণকে বোঝাতেই তিনি গাছে উঠে জনসাধারণের উদ্যেশে দিলেন ভাষণ।
তিনি তার ভাষণে জানান যে স্থানীয় শিল্পের কাজে ও অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যে পরিমান নারকেল দেশে প্রয়োজন তা এখন পাওয়া যাচ্ছে না। দেশ জুড়েই চলছে নারকেল সংকট। তিনি হিসেবে দিয়ে বলেন। গোটা শ্রীলংকা জুড়ে এখন ৭০০ মিলিয়ন নারকেলের সংকট চলছে।
তিনি উপস্থিত জনতা ও দেশবাসীর উদ্যেশে বলেন দেশে নারকেলের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণ ও বিদেশী রপ্তানি করার উদ্যোগ নিতে হবে।
শ্রীলংকার মন্ত্রী অরুন্দিকা ফার্নান্দো বলেন, দেশে নারকেলের সংকট দেখা দিলেও সরকার দাম কমানোর পরিকল্পনা করছে। সরকার খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে ফেলবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।