বিনোদন

পুরোনো প্রেমিক হৃতিক রোশানকে খোঁচা কঙ্গনার, বললেন

যেকোনো বিষয়ে বাগযুদ্ধে নেমে পড়া কিংবা কাউকে খোঁচা দেওয়া কঙ্গনা রানাউতের জন্য নতুন নয়। এবার এই বলিউড অভিনেত্রী খোঁচা দিলেন পুরোনো প্রেমিককে। সম্প্রতি একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে টেনে এনেছেন পুরোনো প্রসঙ্গ। জানিয়েছেন, কয়েক বছর আগে ‘রিভালবার রানী’ ছবিতে বীর দাসের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন, যা দেখে মনে হবে এই অভিনেতার সম্ভ্রমহানির চেষ্টা চলছে। বাস্তবেও সেই মুহূর্তে তাঁর মানসিকতা এমনই ছিল।

প্রাক্তন প্রেমিক অভিনেতা হৃতিক রোশানের কথা মনে হওয়াতেই এমন আচরণ করেছিলেন। আরও জানিয়েছেন, ‘রিভালবার রানী’ মূলত রাজনৈতিক পটভূমিতে নির্মিত ব্যঙ্গাত্মক প্রেমের গল্পের ছবি। যে কারণে শুটিংয়ে বীর দাসের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের সময় ঘটে যাওয়া ঘটনাটি অনেকে হালকাভাবেই নিয়েছেন। আসলে শুটিং ইউনিটের কেউই বুঝতে পারেনি, তাঁর মনের মধ্যে কী চলছে।

এদিকে কঙ্গনা এখন ব্যস্ত ‘ইমার্জেন্সি’ ছবির পরিচালনা ও অভিনয় নিয়ে। এতে তাঁকে দেখা যাবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। ছবিতে আরও অভিনয় করছেন অনুপম খের, মহিমা চৌধুরী, শ্রেয়াস তালপেড়ে প্রমুখ।

Back to top button