পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ‘মণিপুর ফাইলস’ বানানোর পরামর্শ নেটিজেনদের
মণিপুর কাণ্ড নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। এ ঘটনায় টুইটারে এক পোস্টে ক্ষোভ উগড়ে দিলেন চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। নেটিজেনরা তাকে এই ঘটনার ওপর ভিত্তি করে দ্য মণিপুর ফাইলস বানানোর পরামর্শ দেন।
সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের হত্যা নিয়ে একটি পোস্ট করলে সেখানেই এমন দাবি করা হয়।
বিবেক টুইটে লেখেন, ‘ভারতীয় আইন ব্যবস্থা অন্ধ এবং নীরব হয়ে যায় যখনই কাশ্মীরি হিন্দুদের হত্যার প্রসঙ্গ ওঠে। কাশ্মীরি হিন্দুদেরও যে বাঁচার অধিকার আছে, সংবিধান তাদের বেঁচে থাকার যে অধিকার দিয়েছে সেটা রক্ষা করতে বারবার বিফল হচ্ছে। ভারতীয় আইন ব্যর্থ তাদের নিরাপত্তা দিতে।’
তার এই পোস্টেই এক ব্যক্তি মন্তব্যে লেখেন, ‘এখন সময় নষ্ট না করে যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকেন তাহলে যান মণিপুর ফাইলস বানিয়ে দেখান।’
এই ব্যক্তির পরামর্শের উত্তরে বিবেক লেখেন, ‘আমার ওপর এত বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু সব ছবি কি আমাকে দিয়েই বানাবেন? কেন তোমাদের টিম ইন্ডিয়ায় কি কোনো যথার্থ পুরুষ চিত্রপরিচালক নেই যিনি এই ছবিটা বানাতে পারেন?’
উল্লেখ্য, মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। সেখানে দেখা গেছে, দুজন কুকি জনজাতির আদিবাসী মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকাশ্যেই তাদের দেহের বিভিন্ন অঙ্গে হাত দিচ্ছেন কিছু পুরুষ। এরপর তাদের ধর্ষণ করা হয়।