ধামাকা পর্ব: সোনার আসল পরিচয় জানতেই মাথায় বাজ ডাক্তারবাবুর! ভবিৎষতে কি হবে সূর্য-দীপার?
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি বর্তমানে খুব জনপ্রিয়। এই ধারাবাহিকটিতে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটছে। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা গেছে যে সোনা জানতে পেরেছে যে সে দীপার জমজ বোন। এই সত্যি জানার পর সূর্যের জীবনে বড়সড় ঝড় আসতে চলেছে।
সূর্য সোনার বাবা-মাকে খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়ে গেছে। এখন সে বাড়ির লোকজনের কাছ থেকে জানতে পারবে যে সোনা আসলে দীপার জমজ মেয়ে। এই সত্যি জানার পর সূর্য হতবাক হয়ে যাবে। সে জানতে পারবে যে সে এতদিন যাকে নিজের স্ত্রী ভেবে এসেছে আসলে তার বোন।
এই সত্যি জানার পর সূর্য কী করবে তা জানার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সূর্য কি সোনাকে তার জীবন থেকে বের করে দেবে? নাকি সে তাকে গ্রহণ করবে? এই প্রশ্নের উত্তর জানা যাবে আগামী পর্বগুলিতে।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকটিতে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ, রুপা ভট্টাচার্য, লাবণ্য সেনগুপ্ত প্রমুখ।